সিনেমা প্রকাশের আগেই বিপদে বরুণ! চুরির দায়ে অভিযুক্ত অভিনেতা

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বেশ কিছু দিন যাবত বলিউড সিনেমা প্রেমিদের মধ্যে এক অদ্ভুত উম্মাদনা নজরে এসেছে। যার অন্যতম কারণ হল বলিউডের আসন্ন সিনেমা ‘যুগ যুগ জিও’ ( JugJugg Jeeyo )। জানা গিয়েছে, বলিউডের এই বহুল আলোচিত সিনেমাটি খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড অভিনেতা বরুন ধাওয়ান ( Varun Dhawan ), কিয়ারা আডবাণী ( Kiara Advani ), অনিল কাপুর ( Anil Kapoor ) এবং অভিনেত্রী নিতু সিং ( Neetu Singh )।
সিনেমাটিতে দর্শকদের কাছে মূল আকর্ষণ সিনেমার গল্প অথবা মুখ্য চরিত্রে অভিনীত বরুন-কিয়ারা নয়। সিনেমা প্রেমিদের মতানুসারে, এই সিনেমাতে মূল আকর্ষণ হল অভিনেতা অনিল কাপুর ( Anil Kapoor ) এবং অভিনেত্রী নিতু সিং ( Neetu Singh )। সূত্র অনুসারে, অভিনেত্রী নিতু সিং প্রায় কয়েক দশক পর ফের সিনেমায় অভিনয় করতে চলেছেন। সিনেমাটি পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন জনপ্রিয় বলিউড পরিচালক রাজ মেহতা এবং প্রযোজনা করছেন করণ জোহর। ইদানিং দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চলছে সিনেমার প্রচার। শুধু তাই নয় সিনেমার অভিনিত তারকারা একেবারে দর্শকদের মাঝে প্রবেশ এক এক অদ্ভুত উম্মাদনার সৃষ্টি করছেন।
কিন্তু এত কিছুর মধ্যেই ঘটল এক অভূতপূর্ব ঘটনা। এই আলোচিত বলিউড সিনেমাটি ‘কপিরাইট’ লঙ্ঘন করার দরুন সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করল রাঁচির এক লেখক। জানা গিয়েছে রাঁচির এক ব্যবসায়ী আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। আদালতের তরফে মামলার শুনানিতে বলা হয়েছে, এই বলিউড সিনেমা ‘যুগ যুগ জিও’ ( JugJugg Jeeyo ) বড় পর্দায় মুক্তি দেওয়ার আগে আদালতে সিনেমার প্রদর্শন করতে হবে সিনেমার নির্মাতাদের। তাঁর পর আদালত এই দায়ের করা মামলার রায় দান করবেন আদৌ এই সিনেমাটি বড় পর্দায় দেখানোর যোগ্য কিনা। মামলাকারী লেখক বিশাল সিং-এর মতে, এই বলিউড সিনেমাটি ‘পুন্নি রানী’ ছবির পাণ্ডুলিপির মেইল করেছেন। কিন্তু প্রযোজক অথবা পরিচালক এর পক্ষ্য থেকে এই মেইলের কোনও রূপ প্রকাশ পায়নি।
তবে শুধু মাত্র মামলা দায়ের করে ক্ষান্ত হননি ওই লেখক। তিনি বলেছেন, এই কাজ করার জন্য সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে এক বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। এমনকি সিনেমার সঙ্গে সঙ্গে সিনেমার একটি গানও চুরি করার অভিযোগ করেছেন ওই লেখক। যা শোনার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সমগ্র সিনেমা প্রেমিদের মধ্যে। এর আগে পরিচালক রাজ মেহতা বলিউডে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। যার মধ্যে অন্যতম হল জনপ্রিয় বলিউড সিনেমা ‘গুড নিউজ’। তবে এই ঘটনা কার্যত নজির বিহীন বলে মনে করছেন অনেকেই।