অভিনয় ছেড়ে আত্মার খোঁজে ভাস্বর! প্ল্যানচেটের অভিজ্ঞতা শুনেই শিহরিত করলেন দর্শকদের

রাখী পোদ্দার, কলকাতা : মৃত্যুর পর ঠিক কি হয় তা নিয়ে জানার যেন অন্ত নেই মানুষের। আর এই মৃত মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য এবং তাঁদের বিষয়ে জানার জন্য মানুষ দারস্থ হয় প্ল্যানচেটের। হ্যাঁ প্ল্যানচেট ( Planchette), এটি একটি এমন প্রক্রিয়া যার সাহায্যে আপনি যোগাযোগ করতে পারবেন মৃত ব্যক্তিদের সাথে। যদিও তার জন্য রয়েছে বিশেষ কিছু পদ্ধতি। সেই পদ্ধতি অনুসারে এই প্রক্রিয়া না করলেই সর্বনাশের কালো মেঘে ডুবে যেতে পারে আপনার জীবন। আর এমনই একটি ভয়ংকর প্রক্রিয়ায় সিদ্ধহস্ত বলে নিজেকে দাবি করলেন টলি এই অভিনেতা। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ( Bhaswar Chatterjee), টলি ( Tollywood) পাড়ায় যাকে এক নামেই চেনে সকলে। ছবি, ধারাবাহিক, ওয়েব সিরিজ সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ রয়েছে তাঁর। প্ল্যানচেটে হওয়া অদ্ভুত অভিজ্ঞতা নিজ মুখেই ভাগ করে নেন সকলের সাথে। যা শুনে চমকে উঠবেন আপনিও।
অতীতে ‘দিদি নম্বর ওয়ান’ ( Didi No 1)-এর মঞ্চে একসময় একথা ফাঁস করেছিলেন খোদ ভাস্বর। বলেছিলেন, প্ল্যানচেট করতে নাকি তিনি সিদ্ধহস্ত। যাঁরা ইহজগত ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের সঙ্গে যোগস্থাপন করতে পারেন অভিনেতা ( Bhaswar Chatterjee)। ছোটো থেকেই এই বিষয়ে আগ্ৰহ ছিল তাঁর প্রখর। মৃত্যুর পর কি হয় তা জানতে খুব ইচ্ছে করত তাঁর। আর তাই এই প্রক্রিয়ার মাধ্যমে নিজের দিদার সাথে যোগাযোগ স্থাপন করেছিলেন তিনি।
যখন ভাস্বর ক্লাস সেভেনে পড়তেন তখন তাঁর দিদা মারা যায়। ছোটো থেকে বেশিরভাগ সময়ই দিদার কাছে থাকতেন তিনি। দিদার মৃত্যুর পর প্ল্যানচেটের মাধ্যমে দিদার সাথে কথা বলেছিলেন তিনি। তাঁর কথায়, “একটা টেবিল ছিল। প্ল্যানচেট টেবিল। তার তলায় একটা পেনসিল লাগানো থাকত। সেটা মুভ করত তা পেপারে লেখা হত।” তিনি আরও জানান, মৃত্যুর পরে তাঁর দিদা কেমন আছেন তা নাকি ভাস্বরকে খোদ জানিয়েছিলেন তাঁর দিদাই। ভাস্বর বলেন, “দিদা বলেছিল, ‘আমি যেখানে আছি সেখানে আলোয় আলোকিত। সুখে ভরা চারিদিক।’ এইটা জানার পর আমার যা আনন্দ হয়েছিল আমি বলে বোঝাতে পারব না।”
এখানেই শেষ নয়। ভবিষ্যতে অভিনয়কেই যে পেশা হিসেবে বেছে নেবেন, সে কথা দিদার কাছেই জানতে পেরেছিলেন ভাস্বর ( Bhaswar Chatterjee)। ভাস্বর যখন দিদাকে ডেকেছিলেন তখন তিনি নেহাতই ছোট। স্কুলে পড়েন। বড় হয়ে কী হবেন, তখনও তা ঠিক করেননি ভাস্বর। দিদাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘বল তো বড় হয়ে কী হব’। ভাস্বর জানান, দিদা নাকি লিখে দিয়েছিলেন তিনি বড়ো একজন অভিনেতাই হবেন। বর্তমানে স্টার জলসার ‘গোধূলি আলাপ’-এ অভিনয় করতে দেখা যাচ্ছে ভাস্বরকে। এছাড়াও অভিনেতার হাতে রয়েছে অসংখ্য কাজ।