মিলছে না জীবনসঙ্গী? এই ছোট্ট উপায়টি পালন করতেই জীবনে আসবে বাঁধ ভাঙা প্রেমের স্রোত

মন্টি শীল, কলকাতা : প্রেম প্রতিটি মানুষের কাছেই খুব কাছের এক অনুভূতি। এমন অনেকেই রয়েছেন যাদের পরিবারের পছন্দ করা পাত্র অথবা পাত্রীর সঙ্গে সারা জীবন কাটাতে হয়। তবে তার মধ্যেও এমন অনেকেই রয়েছেন যার নাকি নিজের ভালোবাসার মানুষটির সঙ্গে জীবনের বেশিরভাগ সময়টাই কাটাতে চান। কিন্তু সামাজিক বিবাহের ক্ষেত্রে এই মতবাদ অত্যন্ত জরুরী। তবে এই পরিবার এবং সমাজের মতপার্থক্যের দরুন কিছু কিছু সময় নিজের ভালোবাসার সম্পর্কের পথে বাঁধার সৃষ্টি হয়। তাই আপনার জীবনের এই গুরুতর সমস্যাকে সমাধান এক নজরে দেখে নিন আজকের রাশিফল।
• জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে প্রেম এবং বিবাহের ক্ষেত্রে গ্রহ এবং নক্ষত্রের বিশেষ ভুমিকা রয়েছে। যদি কোন জাতক অথবা জাতিকার ভালোবাসার জীবনে বাধার সৃষ্টি হয় তবে সে জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ গ্রহণ করতে পারেন। অথবা কোনও বিশেষ রত্ন যেমন হিরে ধারন করতে পারেন। এর দরুন আপনি আপনার প্রেম জীবনে ভালোবাসার শুভ যোগ লাভ করতে পারেন।
• যদি আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পথে বাঁধার সৃষ্টি হয় অথবা আপনার প্রেমে বাঁধার সৃষ্টি হতে শুরু করে তাহলে সপ্তাহের এক শুভ দিন অনুসরণ করে দেবদেবীর আরাধনা করুন। শুধু তাই নয়, দরিদ্র দিন দুঃখী মানুষদের প্রসাদ বিতরণ করুন। কারণ এর দরুন আপনি আপনার প্রেম জীবনে ফের একবার ভালোবাসার শুভ যোগ লাভ করতে পারেন।
• শাস্ত্র অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণ হল ভালোবাসার প্রতীক। যদি কখনও, কোনও সময় আপনার প্রেমে বাঁধার সৃষ্টি হয় অথবা আপনার ভালোবাসার মানুষটি আপনার থেকে দূরে যেত থাকে তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ দেব এর আরাধনা করতে পারেন। কারণ এর দরুন আপনার ভালোবাসার জীবনে ফের একবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে।
• জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে, যদি কোন কারণ বশত আপনার প্রেম অথবা আপনার বৈবাহিক সম্পর্কে পারিবারিক বাঁধা আসতে শুরু করে তবে আপনি দেবী দূর্গার সহায় হতে পারেন। প্রতি সপ্তাহে অন্তত একদিন একটি শুভ দিন অনুসরণ করে দেবী দূর্গার আরাধনা করলে আপনার জীবনে থাকা সমস্ত বিপত্তি কেটে যেতে পারে। এমনকি আপনার ভালোবাসার জীবনে ফের একবার সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসতে পারে।