পরকীয়ার জেরে ভাঙল সংসার! সামান্থাকে ছাড়ার আগেই এই অভিনেত্রীর সঙ্গে বেড়েছিল নাগার ঘনিষ্ঠতা

রূপকথার সংসার ভেঙেছে তারকা যুগলের। দক্ষিণী সিনেমার নাগা চৈতন্য ও সামান্থা রুথ গত বছরের ২ অক্টোবর মিলিত সিদ্ধান্তেই, বিচ্ছেদের পথে হাঁটতে চেয়েছিলেন। সেদিন জানিয়েছিলেন, শুধুমাত্র বন্ধু হয়েই থাকবেন। কিন্তু এই বছর সামান্থা সোসাল মিডিয়ায় আনফলো করেছেন প্রাক্তন নাগাকে। এভাবেই কেটে গিয়েছে আট মাস।স্বাভাবিক ভাবেই অনুরাগীরাও এই খবরে বেশ হতাশ হয়ে পরেছিলেন। স্বাভাবিক ছন্দে ফেরার পরই এবার শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। তারকাদের জীবন মানেই রঙিন। সম্প্রতি সুন্দরী ঢুলিপালার সঙ্গে প্রকাশ্যেই প্রেম করছেন নাগা।

সংবাদ মাধ্যমের খবর, ‘মেজর’ ও ‘মেড ইন হ্যাভেন’ সিনেমার অভিনেত্রী শোবিতা ঢুলিপালাকে বেশ কয়েকবার ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখা গিয়েছে নাগার সঙ্গে। এমনকি নাগা তাকে জুবিলী হিলসের বাড়িতেও নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে একই গাড়িতে বেরিয়েও যান দুজন। অভিনেত্রীর জন্মদিনেও হায়দ্রাবাদে দেখা গেছে নাগাকে। মেজর সিনেমার প্রচারও নাগাকে সঙ্গে নিয়েই চুটিয়ে করেছেন শোবিতা। একাধিক বার অভিনেত্রীর হোটেলেও যেতে দেখা গিয়েছে নাগাকে। আর তার থেকেই অনুরাগীরা মনে করছেন, নাগার জীবনে এসেছেন এই নতুন সুন্দরী।

যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনই প্রকাশ্যে আসতে চাননা অভিনেতা- অভিনেত্রীর কেউই। তবে ফ্যানদের জল্পনা বিব্রত করেছে প্রাক্তন সামন্থাকে। বিভিন্ন প্রশ্নের ঝড় সামলাতে নাজেহাল অভিনেত্রী। এবার এই উপলক্ষে টুইট করেই জানিয়ে দিলেন নিজের মন্তব্য ‘মেয়েদের নিয়ে গুজব তৈরি হলে তা সত্যি। আর ছেলেদের নিয়ে কথা উঠলে তা গুজব।এবার বড় হও। যে দু’জনের কথা বলা হচ্ছে, তারা অনেক দিন আলাদা হয়ে গিয়েছে। নিজের পরিবার আর কাজে মন দাও!’




Leave a Reply

Back to top button