একেবারে কেঁদেই ফেললেন বলিউড প্লে বয়! বাবাকে মনে করে ‘শামশেরা’র প্রোমোশনে আবেগঘন রনবীর

রাখী পোদ্দার, কলকাতা : ডাকাত নামটা শুনলেই কেমন গা শিহরিত করে ওঠে তাই না? ছোটো বেলায় ডাকাতদের সেই ভয়ংকর রূপের বর্ণনা শোনার পর যেন রাতের ঘুম উড়ে যেত মূহুর্তে। এবার সেই ভয়ংকর রূপেই ধরা দিতে চলেছে বলিউডের ( Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা রনবীর কাপুর ( Ranbir Kapoor)। উসকো-খুসকো লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, চোখের চাউনির মধ্যে স্পষ্ট প্রতিশোধের আগুন ফুটে উঠেছে। রণবীরের নতুন ছবি ‘শামশেরা’ ( Shamshera)য় এই রকমই ভয়ংকর চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা। এর আগে এমন রূপে দেখা মেলেনি অভিনেতার। এক কথায় আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবিতে একেবারে বাজিমাত করে দিয়েছেন রনবীর কাপুর ( Ranbir Kapoor)।

 

সম্প্রতি বুধবার মুক্তি পেয়েছে রণবীরের নতুন ছবি ‘শামশেরা’ ( Shamshera)র টিজার। ছবির টিজার প্রকাশ্যে আসতেই হইচই পরে যায় গোটা নেট দুনিয়ায়। পূর্বে চেনা সেই চকলেট বয়ের মধ্যে এমন পরিবর্তন দেখে অবাক দর্শক মহল। উনবিংশ শতব্দীর পটভূমিতে তৈরি যশ রাজ ফিল্মসের এই ছবি। এই ছবির হাত ধরেই দীর্ঘ চার বছর পর ফের রুপোলি পর্দায় ফিরতে চলেছেন তিনি। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘সঞ্জু’, তারপর থেকে ‘ব্রহ্মাস্ত্র’-এর অপেক্ষায় দিনগুণছিল রনবীর ভক্তরা। যদিও ‘ব্রহ্মাস্ত্র’ ক্ষেপণের মাস কয়েক আগেই হাজির হতে চলেছে ‘শামসেরা’। আগামী ২২শে জুলাই মুক্তি পাবে এই ছবি।

ছবিটি মুক্তির আগে এক সাক্ষাৎকারে নিজের মনের কথা বললেন অভিনেতা। রনবীর বলেন, তিনি সত্যি চাইতেন আজ যদি তাঁর পিতা বেঁচে থাকতেন তাহলে তিনি এই সিনেমাটি দেখে ভীষণ খুশি হতেন। রনবীর ( Ranbir Kapoor) আরও বলেন, তাঁর বাবা সবসময় তাঁকে ভুলটা ধরিয়ে দিতেন। সুতরাং এটা খুবই দুঃখজনক যে তিনি আর বেঁচে নেই তাঁর এই সিনেমাটি দেখার জন্য। কিন্তু রনবীর সত্যিই উচ্ছ্বসিত যে তিনি এই ধরনের একটি চলচ্চিত্র করতে পেরেছেন এবং তিনি আশা করেন যে তাঁর পিতা যেখানেই আছেন এখন সেখানে থেকেই গর্ববোধ করছেন নিজের ছেলের জন্য।

 

picsart 22 06 24 10 59 30 196পরিচালক করণ মালহোত্রার ( Karan Malhotra) এই ছবিতে উঠে আসবে ব্রিটিশদের বিরুদ্ধে একদল ডাকাতের লড়াইয়ের গল্প। ব্রিটিশ রাজের বিরুদ্ধে নিজেদের অধিকার আর স্বাধীনতার লড়াই লড়বে তাঁরা। এই ছবির ট্যাগলাইন, ‘কর্মসে ডাকেত, ধর্মসে আজাদ’ অর্থাৎ কর্মসূত্রে ডাকাত, তবে ধর্মসূত্রে স্বাধীন। ‘শামশেরা’য় রণবীরের নায়িকা হিসেবে দেখা মিলবে বানি কাপুরের ( Vaani Kapoor), যদিও ছবির টিজারে তাঁকে দেখা যায়নি। জানা যাচ্ছে ছবিতে ডবল রোলে থাকছেন রণবীর। কাল্পনিক কাজা শহরের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবির গল্প। জেনারেল শুদ্ধ সিং ওরফে সঞ্জয় দত্ত ( Sanjay Dutt)এর অত্যাচারে নিপীড়িত একদল যোদ্ধা জাতির দুর্দশার চিত্র এবং সেই দাসত্ব শৃঙ্খল থেকে মুক্তির লড়াই উঠে আসবে এই ছবিতে। যে লড়াইয়ের নেতৃত্ব দেবেন ‘শামশেরা’ রণবীর।




Leave a Reply

Back to top button