প্রসেনজিৎ-দেবশ্রী! বড়পর্দায় সত্যিই ফিরছে জুটি, নাকি সবটাই গুঞ্জন?

অহেলিকা দও, কলকাতা : বুম্বা দা মানেই ইন্ডাস্ট্রি। বাংলা চলচ্চিত্র জগতের দায়িত্ব একা নিজের কাঁধে নিয়ে চলেছিলেন দেড় দশক। কিছুদিন আগে তিনি ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যেমন পর্দা ভাগ করেছেন, তেমনই রচনা বন্দোপাধ্যায়ের সঙ্গেও ছোটপর্দা ভাগ করেছেন দিদি নং ওয়ান মঞ্চে এসে স্বয়ং ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee )। এবার আঁচ করা যাচ্ছে দেবশ্রীর সঙ্গেও ( Prosenjit-Debashree ) নতুন কিছু উপহার দিতে চলেছেন বুম্বা দা।
গত বছর দেবশ্রী রায় ( Debashree Roy ) রাজনীতির মঞ্চ ছেড়ে সিনেমার জগতে ফিরে আসেন। দীর্ঘ দশ বছর পর কামব্যাক করেন পর্যায়। ফিরেই ছোট পর্দার নায়িকা হয়ে ওঠেন তিনি। সেই সময় অনেকেই ভাবেন যে হয়তো বুম্বাদার সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করবেন দেবশ্রী রায়। এখনও তা হয়ে ওঠে নি। তবে কি এবার এই জুটিকে ( Prosenjit-Debashree ) আমরা দেখতে পাব সিনেমার পর্দায়?
৯০ এর দশকের টলিউডে প্রসেনজিৎ ( Prasenjit Chatterjee ) এবং দেবশ্রী রায়ের ( Debashree Roy ) জুটি ছিল সুপারহিট। শুধু অনস্ক্রিন নয়, তাদের সম্পর্কের রসায়ন বাস্তবে বিয়ের মন্ডপ পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু তারা সুখী ছিলেন না। এমনকি তাদের বিচ্ছেদ হতেও সময় লাগেনি। এরপর দ্বিতীয় বিয়ে করেন প্রসেনজিৎ। তবে দেবশ্রী রায় প্রথম বিয়ের পর আর বিয়ে করেননি।
অপরদিকে প্রায় ১৪ বছর পরে নতুন করে জুটি বেঁধেছেন ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রাক্তন দিয়ে। আদৌ কি এরা একে অপরের প্রাক্তন নাকি নিছক জুটি? এই উত্তর অনেকেই জানেন। যদিও প্রসেনজিৎ তার বর্তমান পত্নী ও ছেলের সঙ্গে দিব্যি ঘর সংসার করছেন। তাই এইসব ভাবার প্রশ্নই ওঠে না ( Prosenjit-Debashree )।
সম্প্রতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয় যে তাকে দেবশ্রী রায়ের ( Prosenjit-Debashree ) সঙ্গে পর্দায় কবে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর এড়িয়ে যায় বুম্বাদা। কিন্তু কেন? একটু পিছনে ফিরে তাকালে দেখা যাবে প্রায় গোটা কুড়ি সিনেমা প্রসেনজিৎ করেছেন দেবশ্রী রায়ের সঙ্গে। যার মধ্যে দর্শক মনে রেখেছে ১৯ শে এপ্রিল, অহংকার, লাঠি, রক্তে লেখা, আক্রোশ, মৌন মুখর এর মতন কিছু সিনেমা। তাহলে কি প্রসেনজিৎ-দেবশ্রীর জুটি আর ফিরবে না বড় পর্দায়?