গুড গুডার গুডেস্ট! ধারাবাহিকে শিক্ষিকার ভুল ইংরেজি শেখানো দেখে হাসির রোল নেটপাড়ায়

মন্টি শীল, কলকাতা : সম্প্রতি বেশ কিছু দিন যাবত বাংলার টেলিভিশন দর্শকদের কাছে এক অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক ( Bengali Serial )। যার অন্যতম কারণ হল, ধারাবাহিকের গল্পে থাকা নিত্য নতুন টুইস্ট। আর এর এক ছোট্ট নিদর্শন পাওয়া গিয়েছে সম্প্রতি প্রকাশিত হওয়া বাংলা ধারাবাহিকের ( Bengali Serial ) টিআরপি তালিকাতেও। তবে খুব সম্প্রতি ধারাবাহিকের এক নতুন স্বাদ নিয়ে কালার্স বাংলা ( Colours Bangla )-এর পর্দায় হাজির হয়েছে নতুন বাংলা ধারাবাহিক ‘তুমি যে আমার মা’ ( Tumi Je Amar Maa )।

সাধারণত এই বাংলা ধারাবাহিকটি ‘তুমি যে আমার মা’ ( Tumi Je Amar Maa ) এর কাহিনী রচিত হয়েছে ‘আরোহি’ নামে এক ছোট্ট মেয়ের জীবনকে কেন্দ্র করে। যার বাবা আছে কিন্তু মা নেই, তাই সে জীবনের প্রতিটি চলার পথে নিজের মা-কে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। কালার্স বাংলা ( Colours Bangla ) এর দ্বারা সম্প্রচারিত এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ‘রানি রাশমনি’ খ্যাত অভিনেতা সুমন দে ( Suman Dey )। যিনি এই ধারাবাহিকে ‘আরোহি’-এর বাবার চরিত্রে (অনিরুদ্ধ রায় চৌধুরী) অভিনেয় করছেন।

24c62

আর ধারাবাহিকের শিশু শিল্পী ‘আরোহি’-এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে মল্লিকা মজুমদার ( Mallika Majumdar )-কে। ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হওয়ার পর থেকেই দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিও-কে কেন্দ্র করে শুরু হল জোর আলোচনা। কিন্তু কী রয়েছে সেই ভিডিও-তে? দেখা যাচ্ছে, ধারাবাহিকের শিশু চরিত্র ‘আরোহি’-কে শিক্ষা প্রদান করছেন গৃহ শিক্ষিকা। তবে যেই শিক্ষা তিনি দান করছেন সেটি সম্পূর্ণ রূপে ভুল।

যা দেখার পর রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। অনেকেই কটূক্তির সুরে বলেছেন, ‘এতদিন ধরে ভুল শিখেছিলাম, আজ হয়তো সঠিকটা শিখলাম।’ আবার অনেকে বলেছেন, অনেকে আবার ওই গৃহ শিক্ষিকাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেছেন। অনেকে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর ভাইরাল হওয়া এক ভিডিওর সঙ্গে এই ধারাবাহিকের অংশটির তুলনা করেছেন। তবে সোশ্যাল মিডিয়ার সূত্র অনুসারে জানা গিয়েছে, এই ভাইরাল হওয়া অংশটি কেবল একটি মাত্র ঝলক। যদি এই ভিডিওটির পুরো অংশ দেখানো যেত তবে হয়তো এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য হয়তো এড়ানো সম্ভব হত। তবে এই ভিডিও মারফত নেটিজেনদের কাছে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটেছে তা বলাই যায়।




Leave a Reply

Back to top button