বুড়ো বয়সেও অবিবাহিত! সলমনকে ‛কাকা’ বলে ডাকতেই, অভিনেতার হুমকির মুখে সারা আলি খান

মন্টি শীল, কলকাতা : ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউড অভিনেতা সলমন খান ( Salman Khan )। এইবার এই জনপ্রিয় অভিনেতার রোষের শিকার হলেন বলিউডের জনপ্রিয় তরুণ অভিনেত্রী সারা আলি খান ( Sara Ali Khan )। কিন্তু এমনকী ঘটল যার দরুন অভিনেতার রোষের মুখে পড়তে হল অভিনেত্রীকে? জানা গিয়েছে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে অভিনেত্রী সারা আলি খান ( Sara Ali Khan ) অভিনেতা সলমন খান ( Salman Khan )-কে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন। যা শোনার পর অভিনেত্রীর উপর রীতিমতো রেগে যান অভিনেতা সলমন খান ( Salman Khan )। যার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল।

ভিডিওটিতে দেখা গিয়েছে, অভিনেতা সলমন খান ( Salman Khan ) বলিউডের জনপ্রিয় এবং সম্মানিয় অ্যাওয়ার্ড শো আইফা ( Iifa Awards 2022 ) এর সঞ্চালনা করছিলেন। সেই শো চলাকালীন হঠাৎ কিছুক্ষণের জন্য মঞ্চে উপস্থিত হন অভিনেত্রী সারা আলি খান ( Sara Ali Khan )। সেখানেই অভিনেতার সঙ্গে সারা’র দুষ্টু মিষ্টি ঝগড়া করতে দেখা যায়। এমনকি অভিনেত্রী এক বিশেষ ব্র্যান্ড তৈরীর ঘোষণা করেন অভিনেতা সলমন-এর সঙ্গে মিলে, আর সেই বিষয় নিয়ে বাক্য বিনিময়ের মধ্যেই অভিনেত্রী বলিউড ভাইজানকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেন। যদিও অভিনেত্রীর এই মন্তব্যের পর সলমন খান ( Salman Khan ) রেগে গেলেও বিরক্তি প্রকাশ করেননি।

25c32

বরং মজার ছলে অভিনেত্রী সারা আলি খান ( Sara Ali Khan )-কে কটূক্তি করেন সলমন খান। শুধু তাই নয়, তারকাদের ঝগড়া শেষে অভিনেতা সলমন খান ( Salman Khan )-এর ‘জুডওয়া’ এর গানে পা মেলাতে দেখা যায়। আজ অর্থাৎ ২৫ শে জুন শনিবার টেলিভিশনের জনপ্রিয় সম্প্রচার মাধ্যম কালার্স ( Colours ) এ সম্প্রচারিত হতে চলেছে বলিউডের জনপ্রিয় এবং সম্মানিয় অ্যাওয়ার্ড শো আইফা ( Iifa Awards 2022 )। তাঁর আগেই অভিনেতা সলমন খান ( Salman Khan ) এবং অভিনেত্রী সারা আলি খান ( Sara Ali Khan )- এর ভাইরাল মুহূর্তটি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন কালার্স ( Colours )।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

কালার্স এর দ্বারা পোস্ট করা ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। এমনকি ভিডিও দেখার পর অনেকেই বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। তবে এই শো যে বিশেষ চমকপ্রদ হতে চলেছে তার এক ছোট্ট নিদর্শন পাওয়া গিয়েছে এই অ্যাওয়ার্ড শো এর প্রোমো দেখে। যেখানে দর্শকদের জন্য থাকছে একাধিক চমক এবং তাঁর সঙ্গে সঙ্গে বলিউডের একাধিক নামকরা অভিনেতা এবং অভিনেত্রীরা পারফরমেন্স করতে দেখা যাবে এই মঞ্চে। তবে এই ভাইরাল হওয়া ভিডিও দর্শকদের মাঝে এই অ্যাওয়ার্ড শো আইফা ( Iifa Awards 2022 )-এর পরিচিতি আরও বাড়িয়ে তুলেছে তা বলাই যায়।




Leave a Reply

Back to top button