যা হয় ভালোর জন্যই হয়! শ্রাবন্তীর সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন রোশন

অহেলিকা দও, কলকাতা : টলিউড জগতে অত্যন্ত প্রচলিত এক নাম শ্রাবন্তী চট্টোপাধ্যায় ( Srabanti Chatterjee )। সাম্প্রতি, গত কয়েক মাস ধরে তিনি এবং তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের ( Roshan Singh ) ব্যক্তিগত জীবনকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে চুল চেড়া বিশ্লেষণ। এমনকি তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনও বাতাসে ছড়িয়েছে। যদিও এ নিয়ে মুখ খুলছেন না কোনো পক্ষই ( Tollywood )।
রোশন সিং ছিলেন ( Tollywood ) এয়ারলাইন্সের চাকুরে, পরে জিমনেসিয়াম খুলেছেন। কিন্তু তাকে সবাই চেনে তার স্ত্রী ও টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর তৃতীয় স্বামী হিসেবেই। স্ত্রী-অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বারবার সংবাদ শিরোনামে এনেছে রোশন সিংয়ের নাম। শ্রাবন্তীর সঙ্গে সম্পর্কের সর্বশেষ অবস্থা কী তা নিয়ে কখনই মুখ খোলেননি রোশন।
অপরদিকে শ্রাবন্তীও ইনস্টাগ্রামে সক্রিয় থাকলেও দাম্পত্য জীবন নিয়ে একদম মুখে কুলুপ এটে রেখেছেন। তবে এ সম্পর্ক থেকে বেরিয়ে জীবন যে নতুন করে শুরু করতে প্রস্তুত শ্রাবন্তী তা তার সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টগুলোতে স্পষ্ট।
রোশন কখনও নিজের সম্পর্ক ( Tollywood ) নিয়ে সাক্ষাৎকার দেননি। সম্প্রতি, এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে রোশন তাদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন। এই প্রথম তিনি স্পষ্ট স্বীকার করলেন, শ্রাবন্তীর সঙ্গে কোনও যোগাযোগ নেই তার। স্ত্রী সম্পর্কে বিস্তারিত আর কিছুই বলতে নারাজ রোশন। তবে স্ত্রীর সুবাদে টলিউডে তার ব্যাপক পরিচিতি ও সুসম্পর্ক গড়ে উঠেছে। আর সেই সম্পর্ককে নিজের ব্যবসা সম্প্রসারণে কাজে লাগাবেন বলেও জানান রোশন সিং।
একজন অভিনেত্রীর ( Tollywood ) সঙ্গে সংসার করা কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নে রোশন বলেন, ‘আর পাঁচটা সংসারের মতোই আমাদের সংসার ছিল। ও যে সুপারস্টার, সেটা বাড়িতে কোনোদিন বুঝতে দেয়নি সে। এমনকি, আমার পরিবারের সঙ্গেও মিশে গিয়েছিল সে। ওর ছেলের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। একটা মালবাহী ম্যাটাডর চালায় আমার এক বন্ধু। তার সঙ্গেও মিশে গিয়েছিল ছেলেটা। তবে আমি মনে করি, যা হয় সবসময় ভালোর জন্যই হয়। এর বেশি আমি কিছু বলব না। প্লিজ!’
এরপর রোশন বলেন, ‘সম্পর্কটা হ্যান্ডল করছি। করেই চলেছি। বললাম না, যা হয় ভালোর জন্যই হয়। পুজার আগে থেকেই আমরা আলাদা থাকছি। অতীতের সম্পর্ককে আমি শ্রদ্ধা করি, এর বেশি কিছু বলব না।’ স্ত্রী জনপ্রিয় ( Tollywood ) অভিনেত্রী হওয়া সত্ত্বেও তার কখনও অভিনয় করতে ইচ্ছে করেছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, নাম-যশ তিনি চান না। যদিও স্ত্রীর সুবাদে এখন সেটা উল্টো দিক থেকে হয়ে যাচ্ছে। জানা গেছে, বর্তমানে নিজের পোশাক ব্র্যান্ড ও জিম নিয়ে ব্যস্ত আছেন রোশন। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি জিমের ব্যবসায় নেমেছেন শ্রাবন্তীও।