সৌন্দর্যের জেরে পড়েছিলেন বিপদে! কাজের পরিবর্তে মিলেছিল পরিচালকের কুপ্রস্তাব

মন্টি শীল, কলকাতা : বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী বেশিরভাগ জনের কাছেই পরিচিত একজন ডান্স আইকন হিসেবে। আবার অনেকের কাছে অভিনেত্রী পরিচিত ‘দিলবার গার্ল’ হিসেবে। হ্যাঁ ঠিকই ধরেছেন, এই বলিউড অভিনেত্রীর নাম নোরা ফতেহি ( Nora Fatehi )। তবে ঠিক অভিনেত্রী না বললেও নোরা ফতেহি ( Nora Fatehi )-কে একজন বলিউডের ডান্স আইকন ( Dance Icon ) বলাটাও ভুল হবে না। কারণ নোরা ফতেহি ( Nora Fatehi ) বেশির ভাগ সিনেমা প্রেমিদের কাছেই পরিচিত তাঁর অসাধারণ নাচের কৌশলের দরুন। অগণিত মানুষের হৃদয়ে অভিনেত্রী গেঁথে রয়েছেন তাঁর নাচের দরুন।

নোরা বর্তমানে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিপুল জনপ্রিয়তা অর্জন করলেও কেরিয়ারের শুরু তাকে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে অতিবাহিত হতে হয়েছে। এক সাক্ষাৎকারে নোরা ফতেহি ( Nora Fatehi ) দাবি করেছিলেন, তিনি তাঁর জন্মস্থান টরোন্টো থেকে মুম্বাই এসেছিলেন বলিউডে নিজের পরিচিতি গড়ে তুলবেন বলে। প্রথম দিকে বিভিন্ন রকমের মডেলিং এবং ফটোশ্যুট করার পরেও সফলতা আসেনি। যদিও এরপর তিনি জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’এ অংশগ্রহণ করেন। সেখান থেকেই ধীরে ধীরে তাঁর পরিচিতি গড়ে উঠতে থাকে। এরপর নোরা ‘রোয়ার দ্য টাইগার্স অব সুন্দরবনস’ থেকে তাঁর অভিনয় কেরিয়ার সূচনা করলেও বিশেষ একটা সফলতা আসেনি।

25c43

যদিও সফলতা এল তাঁর বেশ কিছুদিন পর। বলিউড অভিনেতা ‘জন আব্রাহাম’ অভিনিত সিনেমা ‘সত্যমেব জয়তে’-এর জনপ্রিয় গান ‘দিলবার’ গানে অসাধারণ নাচের মধ্যে দিয়ে বলিউডে নিজের জনপ্রিয়তা গড়ে তুলেছেন নোরা ফতেহি ( Nora Fatehi )। বর্তমানে এই অভিনেত্রী তথা ডান্স আইকন তার কেরিয়ারের এক অন্যতম শিখরে রয়েছেন। তবে এই বিপুল সফলতার মাঝেও ছিল একরাশ হতাশা। জানা গিয়েছে এই অভিনেত্রী তথা ডান্স আইকন বলিউডে কাজ শুরু করার বেশ কিছু বছর পরেই রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছিল নোরা ফতেহি ( Nora Fatehi )কে। যা নিয়ে বিষ্ফোরক অভিযোগ করেছেন অভিনেত্রী নিজেই।

25c44

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি প্রথম ভারতে আসার পর তৎকালীন বলিউডের এক জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর তাকে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করতে শুরু করেন ওই পরিচালক। তবে তিনি কোনও রকম ভাবে সেইদিন ওই পরিচালকের বাড়ি থেকে কান্নারত অবস্থায় বেরিয়ে আসেন। যার পর বেশ কিছু দিন মানসিক দিক থেকে ভারাক্রান্ত হয়ে পড়েন অভিনেত্রী। সচরাচর বিনোদন জগতে প্রায়সই এই ধরনের খবর সামনে আসে। তবে অভিনেত্রী তথা বলিউডের ডান্স আইকন নোরা ফতেহি ( Nora Fatehi )-এর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার খবর সামনে আসতেই এক বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে তাঁর অনুরাগী মহলে। যদিও অভিনেত্রী সেই দিন তাঁর সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা স্বীকার করলেও, ওই অভিযুক্ত পরিচালক নাম প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী।




Leave a Reply

Back to top button