অমিতাভের ‘দাদাগিরি’! শ্যুটিং সেটে অভিনেতাকে ‘স্যার’ না বলায় কাজ গেছিল কাদের খানের

রাখী পোদ্দার, কলকাতা : কখনও তিনি তাঁর অভিনয়ের মাধ্যমে নজর কেড়েছে সকলের। আবার কখনও তাঁরই কলম থেকে উঠে এসেছে সেরা সংলাপ। নিজের দীর্ঘ জীবনের এই ক্যারিয়ারে একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তিনি আর কেউ নয়। আশি-নব্বই এর দশকে অভিনেতা তথা লেখক কাদের খান ( Kader Khan)। তিনি অভিনয় করেছিলেন তিনশোরও বেশি সিনেমায়, আর ডায়ালগ লিখেছিলেন পায় আড়াইশো সিনেমায়। ২০১৮ সালে কানাডায় থাকা কালীন দেহ ত্যাগ করেন তিনি। চলে যান আর ফেরার দেশে। তবে সম্প্রতি তাঁর মৃত্যুর পর তাঁকে ঘিরে উঠে আসে একাধিক অজানা তথ্য। তেমনি একটি ভিডিও প্রকাশ্যে এলে তা নিয়ে জল ঘোলা ব্যাপক। সম্প্রতি একটি ভিডিওতে খোদ অভিনেতা নিজে মুখে স্বীকার করেন কি কারণে তাঁর এবং বলিউডের ( Bollywood) শেহনশাহর সম্পর্কে পরেছিল ছেদ।

সমসাময়িক অভিনেতা অমিতাভ বচ্চন ( Amitabh Bachchan) ছিলেন কাদের খানের বন্ধু ও ভাই সমতুল্য। আর সেই বন্ধুকেই স্যার না বলায় বড়ো মাশুল গুনতে হয়েছিল তাঁকে। মৃত্যুর আগে কাদের খান নিজেই বিষয়টি এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়ে গিয়েছেন। কাদের খানের সেই ভিডিও প্রকাশে আসার পর তুমুল সমালোচনা শুরু হয়েছিল নেটিজেনদের মধ্যে। অমিতাভ ও কাদেরের ক্যারিয়ার প্রায় কাছাকাছি সময়ে শুরু হয়। অমিতাভ বচ্চন তখনও বলিউডের শাহেনশা হয়ে ওঠেননি। দুজনের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তখন থেকেই। সে সুবাদে অমিতাভকে ভালোবেসে ‘অমিত’ বলে ডাকতেন কাদের। আর অমিতাভকে ‘অমিত’ বলে ডাকার ফলে প্রযোজকের কাছে কথাও শুনতে হয়েছিল তাঁকে।

picsart 22 06 25 13 47 19 497ভিডিওতে কাদের খানকে ( Kader Khan) বলতে শোনা গিয়েছিল, এক প্রযোজক তাঁকে বলেন, স্যরজির সঙ্গে আপনার দেখা হয়েছে? তখন তিনি বলেন, কে স্যরজি? তখন পাশ দিয়ে কোনো কারণে যাচ্ছিলেন অমিতাভ বচ্চন। তখন উনি অমিতাভকে দেখিয়ে বলেন, ওই যে লম্বা মতো লোকটা। গোটা ইন্ডাস্ট্রি তাঁকে স্যরজি বলেই ডাকে। আপনি ডাকেন না? এই কথা শুনে প্রথমে কাদের খান কিছুটা অবাক হলেও পরে হেসে প্রযোজককে বলেন, এ তো আমাদের অমিত। ও স্যরজি কবে থেকে হয়ে গেল? সেই দক্ষিণী প্রযোজককে কাদের খান স্পষ্ট জানিয়ে দেন, যাঁকে এত দিন ধরে অমিত বলে আসছেন, তাঁকে স্যরজি বলাটা তাঁকে পক্ষে সম্ভব নয়। আর ‘বন্ধু’ অমিতাভ বচ্চনকে ‘স্যরজি’ বলতে পারেননি বলেই তাঁকে বেশ কিছু কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল। একটু বিষাদের সুরেই কাদের খানকে সেই কথা গুলো বলতে শোনা যায় ভিডিওতে।

picsart 22 06 25 13 42 48 567যদিও ভিডিওটি প্রকাশ্যে আসার পর তা নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য করেননি বলিউড ‘শাহেনশাহ’। তবে কাদের খান মারা যাওয়ার পর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর শোনার পরেই মিস্টার বচ্চন ( Amitabh Bachchan) টুইট করেন, ‘‘কাদের খান চলে গেলেন। খুবই দুঃখের খবর। তুখড় মঞ্চ অভিনেতা এবং ফিল্মি দুনিয়ার সব থেকে প্রতিভাবান অভিনেতা। আমার বহু সফল ছবির লেখকও বটেন। সঙ্গে এক জন ম্যাথমেটিশিয়ানও।’’




Leave a Reply

Back to top button