এক মাত্র সন্তান নন প্রান্তিক! অভিনেতাকে নিয়ে সর্বসম্মুখে কী স্বীকার করলেন তাঁর মা

প্রত্যুষা সরকার, কলকাতা: টলিউডের (Tollywood) একজন জনপ্রিয় অভিনেতা প্রান্তিক ব্যানার্জী (Prantik Banerjee)। অভিনয় জীবনে বেশির ভাগ সময় ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাঁকে। অভিনয়ের জগতে এখনও পর্যন্ত অসংখ্য সিনেমা, ধারাবাহিক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। নিজের অনবদ্য অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন প্রান্তিক। ছোট পর্দা থেকে বড়ো পর্দা তাঁর অভিনয় দেখার মতো। বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রীদের সাথে খুব সাবলীল ভাবে কাজ করেছেন তিনি।
ধারাবাহিকের সাথে সাথে ওয়েব সিরিজেও বেশ জনপ্রিয় তিনি। সম্প্রতি টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জীর সাথে ‘হৃদপিন্ড’ (Hridpindo) সিনেমায় তাঁর অভিনয় সকলের কাছে আরও প্রিয় করে তুলেছে তাঁকে। বর্তমানে অভিনেতা ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’ (Mon Phagun) এ সৌমেনের চরিত্রে অভিনয় করছেন। এবার ফাঁস হল অভিনেতার এক গোপন তথ্য। এর আগে কখনও এই কথা স্বীকার করেননি অভিনেতা।
জী বাংলার এক এক জনপ্রিয় শো দিদি নং ১ (Didi No.1) এর মঞ্চে মা কে নিয়ে হাজির হয়ে ছিলেন অভিনেতা। আর এই মঞ্চেই অভিনেতার মা ফাঁস করলেন এক গোপন কথা। অভিনেতার মা জানান, প্রান্তিকরা দুই ভাই ( Prantik Banerjee )। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটা যে তাঁরা নাকি যমজ। খবর সত্যি সকলের কাছেই বেশ অবাক করা। কারন ইন্ডাস্ট্রিতে প্রায় কেউই জানতেননা যে অভিনেতা প্রান্তিক ব্যানার্জীর (Prantik Banerjee) এই যমজ ভাইয়ের কথা।
অভিনেতার মা আরও জানান, অভিনেতারা যমজ ভাই হলেও তাঁদের দুজনকে দেখতে সম্পূর্ণ আলাদা। তাঁদেরকে দেখে কেউ যমজ বলবে না। কিন্তু কেবল ১ মিনিটের ফারাকে তাঁদের জন্ম হয়। প্রান্তিকের ( Prantik Banerjee ) মা তাঁর দুই ছেলেকে নিয়ে বলেন, যমজ বলে কেউ ওদের ধরতে পারে না। কারণ, তাঁদের দুইজনের স্বভাব, চেহারা, পছন্দ-অপছন্দ সবটাই আলাদা। অভিনেতার যমজ ভাই বর্তমানে দিল্লিতে থাকেন।
এর পর অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee) অভিনেতাকে তাঁর বিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করলে অভিনেতা জানান সেই বিষয়ে এখনও তিনি কিছু ঠিক করেননি। এটি শুনেই বোঝা যাচ্ছে পর্বটি অনেক আগের। কারণ সকলেই জানেন কিছুদিন আগেই অভিনেতা প্রান্তিক ও অভিনেত্রী অঙ্কিতার সাথে গাঁটছড়া বেঁধেছেন। তারা আপাতত বেশ সুখেই তাদের দাম্পত্য জীবন কাটাচ্ছেন।