বড় অভিনেত্রী হয়েও নেই অহংকার! দামি গাড়ি নয়, বাবার সাইকেল চেপেই বাড়ি যেতে ভালোবাসেন শ্রুতি দাস

মন্টি শীল, কলকাতা : সবে মাত্র ন’মাস হল, বিদায় জানিয়েছে স্টার জলসা ( Star Jalsha )-র পর্দায় সম্প্রচারিত জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘দেশের মাটি’ ( Desher Mati )। কিন্তু ধারাবাহিকের বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে পর্দা থেকে হারিয়ে গিয়েছেন এই বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্র ‘নোয়া’ ওরফে শ্রুতি দাস ( Shruti Das )। যদিও এর পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলেছেন, ধারাবাহিক চলাকালীন যেই অভিনেত্রীকে নিয়ে একটা সময় এত মাতামাতি ছিল দর্শকমহলে। সেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর কেন টেলিভিশনের পর্দা থেকে হারিয়ে গেলেন ‘নোয়া’ ওরফে শ্রুতি দাস ( Shruti Das )।

যদিও এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে অকপট স্বীকারোক্তি করেছেন অভিনেত্রী শ্রুতি দাস ( Shruti Das ) নিজেই। অভিনেত্রীর মতে, ‘২০১৯ সালে সাহানা দত্তের হাত ধরে টেলিভিশনের পর্দায় প্রবেশ করেছিলেন তিনি। একটা সময় তাঁর অভিনিত ধারাবাহিকটি বাংলার টপার হিসেবে টিআরপি তালিকায় উঠে আসার পর তাকে কেন্দ্র করে দর্শক মহলে ভীষন উৎসাহ নজরে এসেছিল। কিন্তু ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর সে সমস্ত বিলীন হয়ে গিয়েছে। বর্তমানে এই ধারাবাহিকে অভিনিত বেশির ভাগ টলি তারকারা বিভিন্ন ধারাবাহিকে কাজ করছেন কিন্তু তাঁর হাতে কোনও কাজ নেই।’

27c22

অভিনেত্রীর আরও বলেছেন, ‘টেলিভিশনের পর্দায় দর্শকদের জনপ্রিয় ধারাবাহিক উপহার দেওয়ার পর পরবর্তী প্রজেক্টের জন্য একাধিক অডিশন দিয়েছেন। কিন্তু শোনা গিয়েছে, সেই সমস্ত অডিশন বাতিল করে দেওয়া হয়েছে এবং তাঁর জায়গায় কাজ করছেন অন্য কোনও টলিউড অভিনেত্রী। যদিও এই বিষয় নিয়ে তিনি বেশ কিছু দিন বিষন্নতার মধ্যে দিয়ে কাটিয়েছিলেন।’ তবে জানা গিয়েছে, অভিনেত্রী শ্রুতি দাস ( Shruti Das ) বর্তমানে কাটোয়ায় নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দিন কাটাচ্ছেন। অভিনেত্রীর তরফে জানা গিয়েছে, ভালো কাজের সুযোগ পেলেই তিনি ফের তিলোত্তমার উদ্দেশ্যে রওনা দেবেন।

 

 

তবে সম্প্রতি জনপ্রিয় বাংলা ধারাবাহিক ( Bengali Serial ) দেশের মাটি ( Desher Mati )এর অভিনেত্রী শ্রুতি দাস ( Shruti Das ) তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে অভিনেত্রী তাঁর বাবার সাইকেলে চড়ে বাড়ি ফিরছেন। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী বলেছেন, ‘সাইকেল ছেড়ে দামী চার চাকার লোভহীন বাবার আজ জন্মদিন। পরপর দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার পর ট্রেন্ডিং ফোন এবং দামী বাড়ি গাড়ি সখ না জাগানোর শিক্ষা দেওয়া মানুষটির আজ জন্মদিন।’ অভিনেত্রীর এই পোস্ট দেখার পর বিভিন্ন রকমের ইতিবাচক মন্তব্য আসতে শুরু করেছে নেটিজেনদের তরফ থেকে। কিন্তু সমালোচকদের মতে, সাইকেলে চেপে কীসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী শ্রুতি দাস ( Shruti Das )। জল্পনা তুঙ্গে।




Leave a Reply

Back to top button