বাদাম কাকু এখন অতীত! ভাইরাল মাছ কাকুর গানে মন মজেছে নেটিজেনদের

অহেলিকা দও, কলকাতা : স্যোশাল মিডিয়ায় জন্ম হয় এক একদিন এক এক সেলিব্রেটির। স্যোশাল মিডিয়ায় কে কখন যে সেলিব্রেটি হয়ে যাবে সেটা কারুর পক্ষেই বোঝা সম্ভবপর নয়। এই প্ল্যাটফর্মের দৌলতে গত কয়েক বছরে অনেকেই সেলিব্রিটি ( Badam Kaku ) হয়ে উঠেছেন। ঠিক যেমন ভুবন বাদ্যকর সহ রানু মন্ডল।

ভাইরাল হয়েছিল বীরভূমের প্রত্যন্ত এলাকার এক বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকরের গান। বাদাম বিক্রির সময় ‘কাঁচা বাদাম’ নিয়ে গান গাইতেন তিনি। তার গান গেয়েই ডাকতেন ক্রেতাদের। সেই গান ক্যামেরাবন্দি করা হয়েছিল। তবে সেই গানই যে তাঁর ভাগ্য সম্পূর্ণ পরিবর্তন করে দেবে তা ভাবতেও পপারেননি তিনি। অনেকে তাকে দিয়ে কাঁচা বাদাম গান গায়ে ছিলেন স্টুডিওতে। এবং সেই গানগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই বিপুল পরিমাণে ভাইরাল ( Badam Kaku ) হয়েছে।

badam kaku

এমনকি সেই গান রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পাড়ি দেশ ও বিদেশে। বিদেশের বিভিন্ন প্রান্তেই এই গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছিল অনেককেই। এছাড়াও সেই তালিকা থেকে বাদ যাননি পুলিশকর্মী থেকে শুরু করে বিমান সেবিকা কেউই। আট থেকে আশি অনেকেই  ‘কাঁচা বাদাম’ গানে কাবু হয়েছিলেন। ভুবন বাধ্য করে পথ অনুসরণ করে মাঝে ভাইরাল ( Badam Kaku ) হয়েছেন এক পেয়ারা কাকুও।

ভুবন বাধ্য করে স্টাইলেই গান গেয়ে বিক্রি করছিলেন পেয়ারা এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই সেটিও বাদাম কাকুর ভিডিওর মতো ভাইরাল না হলেও বেশ ভালো রকমই ভাইরাল ( Badam Kaku ) হয়েছিল ভিডিওটি। এবার ‘বাদাম কাকু’-কে টেক্কা দিতে গান বেঁধেছেন দুর্গাপুরের এক মাছ বিক্রেতা। তবে কি এবার বাদাম কাকু ভুবন বাদ্যকর কে কি তবে টেক্কা দিতে পারবে মাছ কাকু?

সেই থেকে এখনও পর্যন্ত গ্রামের বিভিন্ন প্রান্তে সাইকেলে করে মাছ বিক্রি করতে যান কুশল। আর সেই সঙ্গে গলা ছাড়েন তিনি। তবে মাছ বিক্রি করলেও গানের প্রতি ভালোবাসা এখনও পর্যন্ত রয়েছে তাঁর মনে। সেই কারণে ফাঁকা সময় পেলেই গান লেখেন বলেও জানিয়েছেন। এমনকি, নিজের লেখা গানে সুর দেওয়ার চেষ্টাও করেন তিনি। তিনি তার গানের মাধ্যমে মাছ রান্নার বর্ণনা দিচ্ছেন এবং মাছ বিক্রি করছেন। এই ভিডিওটি ( Badam Kaku ) কমেন্ট বক্সে অনেকে তাকে উপহাস করলেও মাছ কাকুর পাশেও রয়েছেন নেটিজেনদের একচেটিয়া।




Leave a Reply

Back to top button