সাধারণ ঘড়ির থেকেও কম দাম! এই পাঁচটি স্মার্ট ওয়াচ বদলে দিতে পারে আপনার দৈনিক জীবন যাত্রা

সাধারণ ঘড়িতে সচরাচর শুধুই সময় দেখা যায়। বা তারিখ দেখতে পাওয়া আরেকটু আধুনিক হলে। কিন্তু যেকোন স্মার্টওয়াচ কিনলে সেখানে পুঙ্খানপুঙ্খভাবে অনেক তথ্যই দেখা যায়। যেমন নিজের স্বাস্থ্য থেকে ফোনের নোটিফিকেশন, সবেতেই থাকা যায় আপডেটেড। তাছাড়া দেখতেও লাগে অনেক স্মার্ট আর কুল। তাহলে দেরি না করে আজই দেখে নিন কম বাজেটে সেরা পাঁচটি স্মার্টওয়াচ।
১) বোট স্ট্রম স্মার্ট ওয়াচ ( boAt Storm Smartwatch )
সদ্য বাজারে এসেছে এই স্মার্ট ওয়াচ। এটি কিনতে পারবেন ফ্লিপকার্ট ও অ্যামাজনে। সম্পূর্ন মেটাল বডি কেসিং থাকায় বিল্ড কোয়ালিটি নিয়ে কোনও সন্দেহ নেই । চোখ বুজে কিকে নিন।
এর দাম : ২,৪৯৯ টাকা
ডিসপ্লে : ১.৩ ইঞ্চি টাচ্ স্ক্রিন
ব্যাটারি : ফুল চার্জে ৭ থেকে ৮ দিন
ফিচার্স এর মধ্যে থাকছে অক্সিজেন লেভেল এবং ব্লাড লেভেল মনিটর, ২৪×৭ হার্ট রেট মনিটর, স্লিপ মনিটর, গাইডেড ব্রিথিং এবং পিরিয়ড ট্রেকার।
২) রিয়েলমি ক্লাসিক ওয়াচ ( Realme Classic Watch )
কম দামের মধ্যে সবচেয়ে বড় স্ক্রিন হল এই স্মার্ট ওয়াচের। সাথে রয়েছে IP68 ওয়াটারপ্রুফিং-এর সার্টিফিকেশান। চোখ বন্ধ করে এই স্মার্ট ওয়াচ কিনে নেওয়াই যায় তবে।
দাম : ২,৯৯৯ টাকা
ডিসপ্লে : ১.৪ ইঞ্চি টাচ্ স্ক্রিন
ব্যাটারি : ফুল চার্জে ৯ দিন
ফিচার্স : অক্সিজেন লেভেল এবং ব্লাড লেভেল মনিটর, ২৪×৭ হার্ট রেট মনিটর, ১৪ টি স্পোর্টস মুড , IP68 ওয়াটার রেসিসটেন্স
৩) জিওনি ওয়াচ ৫ স্মার্ট ওয়াচ ( Gionee Watch 5 Smartwatch )
আপনি যদি ২,০০০ টাকার মধ্যে স্মার্টওয়াচ চান তবে চোখ বুজে এই স্মার্ট ওয়াচটি নিতে পারেন। আর এটির বিল্ড কোয়ালিটিও বেশ ভাল। এর লুক অনেকটাই অ্যাপেলওয়াচের লুকের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ। তবে ব্যাটারি ব্যাকআপ একটু কম।
দাম : ১,৯৯৯ টাকা
ডিসপ্লে : ১.৩ ইঞ্চি টাচ্ স্ক্রিন
ব্যাটারি : ফুল চার্জে ৫ দিন
ফিচার্স : অক্সিজেন লেভেল এবং ব্লাড লেভেল মনিটর, ২৪×৭ হার্ট রেট মনিটর, ক্যালরি মিটার, IP68 ওয়াটার রেসিসটেন্স ,রিমোট ক্যামেরা অ্যাকসেস
৪) নয়েজ কলারফিট প্রো ২ স্মার্ট ওয়াচ ( Noise ColorFit Pro 2 Smartwatch )
এই স্মার্ট ওয়াচের ব্যাটারি ব্যাটারি চলে প্রায় ১০ দিন। তাছাড়া এই ওয়াচ লুকের দিক থেকে বেশ সুন্দর। এর মধ্যে রয়েছে IP68 ওয়াটারপ্রুফিং-এর সার্টিফিকেশানও।
দাম : ২,৪৯৯ টাকা
ডিসপ্লে : ৩.৩ ইঞ্চি টাচ্ স্ক্রিন
ব্যাটারি : ফুল চার্জে ১০ দিন
ফিচার্স : হার্ট রেট মনিটর
৫) হুমানি আমাজফিট বিপ ইউ স্মার্ট ওয়াচ ( Huami Amazfit Bip U Smartwatch )
Huami Amazfit Bip U সবার শেষে রাখা হয়েছে কারণ এর দাম সকল ওয়াচের তুলনায় একটু বেশি। এই ওয়াচে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস । স্ক্রিনও বেশ বড়। রয়েছে প্রচুর ফিচারসও
দাম : ৩,৯৯৯ টাকা
ডিসপ্লে : ১.৪৩ ইঞ্চি টাচ্ স্ক্রিন
ব্যাটারি : ফুল চার্জে ৫ দিন
ফিচার্স : হার্টরেট মনিটরিং ও হেল্থ অ্যাসেসমেন্ট সিস্টেম, রক্তে অক্সিজেন মাত্রা হিসেব করা, স্ট্রেস ট্রেকিং।