Alia Bhatt Pregnancy : “আমাদের ব্যবহার করা হয়নি..” আলিয়ার মা হওয়ার সংবাদে আফসোস বার্তা কন্ডোম কোম্পানির

মন্টি শীল, কলকাতা : কথায় আছে ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। কিছুটা এমনই ঘটনা ঘটল এক নামী কন্ডোম প্রস্তুতকারক সংস্থার সঙ্গে। বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এবং আলিয়া ভাট ( Alia Bhatt ) এর বিয়ের মাত্র দু’মাস অতিক্রান্ত হয়েছে। গত ১৪ই এপ্রিল বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হন বলিউডের এই হটেস্ট কাপল। কিন্তু এর মধ্যেই এল সুখবর। মাতৃ সম্ভবা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt Pregnancy )। সোশ্যাল মিডিয়াতে এই সুখবর শোনা মাত্রই বি-টাউনে ছড়িয়ে পড়েছে উচ্ছাসের বাতাবরণ। এমনকি বলি তারকাদের থেকেও আসতে শুরু করেছে বিভিন্ন রকমের শুভেচ্ছা বার্তা।
তবে এই বিপুল আনন্দ এবং উচ্ছাসের মধ্যেই এক চমকপ্রদ পোস্ট করে বসলেন এক নামী কন্ডোম প্রস্তুত কারক সংস্থা। শুধু তাই নয়, সংস্থার তরফে করা ওই পোস্টে এক মজাদার বার্তাও দেওয়া হয় রণবীর-আলিয়া জুটিকে। কিন্তু কী বলা হল সংস্থার তরফে? সোশ্যাল মিডিয়া মারফত জানা গিয়েছে, ‘ ডিউরেক্স’ ( Durex ) নামক ওই সংস্থা সোশ্যাল মিডিয়াতে বলেছেন, ‘মেহফিল মে তেরি….হাম তো ক্লিয়ারলি নহি থে….।’ সংস্থার তরফে করা এই পোস্টের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তা দেওয়া হয় রণবীর-আলিয়াকে। তবে ‘ডিউরেক্স’ ( Durex ) সংস্থার করা এই মজাদার পোস্টটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল।
The JOMO is REAL! Congratulations Alia & Ranbir. 😍🤩
Click the link to buy: https://t.co/wndXfd2tub#RanbirAlia #Ralia #AliaBhatt pic.twitter.com/TvQGmoMrUn— Durex India (@DurexIndia) June 27, 2022
এমনকি বিভিন্ন রকমের ইতিবাচক মন্তব্য আসতে শুরু করেছে ওই সংস্থার উদ্দেশ্যে। যদিও এর আগে সংস্থার তরফে অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor ) এবং অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt ) এর জুটিকে বিয়ের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছিল এইরকমই এক বলিউড গানের লাইন তুলে। গত সোমবার অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt ) নিজেই সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা গিয়েছে, অভিনেত্রী আলিয়া ভাট ( Alia Bhatt Pregnancy ) একজন চিকিৎসকের চেম্বারে রয়েছেন এবং তাঁর পাশে বসে রয়েছেন অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor )। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে স্পষ্ট দেখা গিয়েছে, তিনি আল্ট্রা সোনোগ্রাফি এর মাধ্যমে নিজের গর্ভের পরীক্ষা করাচ্ছেন। যদিও এখানেও একটা টুইস্ট ছিল, অভিনেত্রীর করা পোস্টে দৃশ্যমান আল্ট্রা সোনোগ্রাফির স্ক্রিনটি একটি লাভ ইমোজি দিয়ে ঢেকে দিয়েছিলেন।
View this post on Instagram
যদিও সোশ্যাল মিডিয়াতে এই মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট হওয়ার পর অনুরাগীদের বুঝতে বেশি সময় লাগেনি যে অভিনেত্রী খুব শীঘ্রই মা হতে চলেছেন। আলিয়া ভাট ( Alia Bhatt Pregnancy ) এর করা পোস্টের পরিপ্রেক্ষিতে বলিউডের জনপ্রিয় প্রযোজক করণ জোহর থেকে শুরু করে একাধিক নামীদামি বলিউড অভিনেতা এবং অভিনেত্রীরা রণবীর এবং আলিয়ার উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেন। যার জেরে এই দিন রীতিমতো সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু আচমকাই নামী কন্ডোম প্রস্তুত কারক সংস্থার তরফে করা মজাদার পোস্টকে কেন্দ্র করে এই উৎসাহ যে আরও কয়েক গুণ বৃদ্ধি পেল তা বলাই যায়।