Salman Khan : কাজের প্রলোভন দেখিয়ে ধর্ষণ! সালমানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ পূজা মিশ্রার

রাখী পোদ্দার, কলকাতা : বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অভিযোগ উঠতে দেখা গিয়েছে বলিউডের বিরুদ্ধে। বিশেষ করে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই একাধিক স্বজনপোষণের অভিযোগ উঠে বলিউডের নামকরা সব ব্যক্তিদের দিকে। আর এই তালিকা থেকে বাতিল পরেনি বলিউডের ভাইজান ওরফে সালমান খানের নামও। সালমান খানের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে যখন গোটা নেট জগত উত্তাল তখনই বলিউডের আরেক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে তোলে এক ভয়ংকর অভিযোগ। প্রায় গোটা বলিউড যার কথায় চলে, তাঁর এবং তাঁর পরিবারের বিরুদ্ধেই করা হয় ধর্ষণের অভিযোগ। হ্যাঁ ঠিকই শুনছেন। এমনি এক অভিযোগ করেন বলিউড ( Bollywood) অভিনেত্রী পূজা মিথ্যা। তাঁর এই অভিযোগে রীতিমতো কেঁপে উঠেছিল গোটা বলিউড।
তবে এখন প্রশ্ন হল কে এই পূজা? ১৯৮২ সালের ১১ মার্চ বিহারের মুঙ্গেরে জন্ম নেন পূজা। জীবনের প্রথম দিকে ছোটখাটো মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেও টিভিতে তাঁর আত্মপ্রকাশ ঘটে এক টিভি শোয়ের মধ্য দিয়ে। সেই টক শোতে প্রতিযোগীদের সম্পর্ক নিয়ে নানা রকম পরামর্শ দিতেন পূজা। এর পর ‘মেরে দিল লেকে দেখো’ নামে একটা বলিউড ছবিতেও অভিনয় করেছিলেন পূজা। বিগ বস সিজন ৫ও তাঁকে দেখা গিয়েছিল প্রতিযোগী হিসেবে। তবে সেখানে সহ প্রতিযোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করায় তাঁকে সেই শো থেকে করে দেওয়া হয় বের।
আসলে ঘটনাটি ঘটে ২০১৭-২০১৮ সাল নাগাদ। যখন সারা বিশ্ব জুড়ে উঠেছিল #মিটু ( #MeToo) ঝড়। সেই সময় একাধিক বলিউড অভিনেত্রীও সামিল হন এই আন্দোলনে। বলিউডের নামকরা সব অভিনেতাদের বিরুদ্ধে উঠেছিল মারাত্মক সব অভিযোগ। ঠিক সেই সময় নিজের মুখ খোলেন পূজা। যার তার বিরুদ্ধে নয় একেবারে তিনি আঙুল তোলেন সালমান খান ও তাঁর পরিবারের দিকে। তাঁর অভিযোগ, ২০০৯-এ ‘দবং’ ছবিতে চরিত্র দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এক ফার্মহাউজে নাকি গোটা খান পরিবার অর্থাৎ সালমান, সোহেল ও আরবাজ খান মিলে তাঁকে লাগাতার ধর্ষণ করে। এমনকি ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁদের বাবা সালিম খানের বিরুদ্ধেও।
পূজা আরও বলেন, একই ঘরে সালমান, সোহেল, আরবাজ এবং তাঁদের বাবা সালিম খান মিলে ধর্ষণ করেছিলেন তাঁকে। ঘরে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম সিনহাও। মেয়ে সোনাক্ষিকে যাতে ‘দবং’ ছবিতে কাস্ট করা হয় সেই কারণেই নাকি এই অমানবিক কাজে উৎসাহ দিয়েছিলেন তিনিও। এছাড়াও পূজা বলেন, কেরিয়ার নষ্ট করার জন্য নাকি ব্ল্যাক ম্যাজিকও করেছিলেন শত্রুঘ্ন সিনহা। এছাড়াও তিনি বলেন মালাইকা আরোরা খান পরিবারের প্রাক্তন পুত্রবধূও চুরি করেছেন তাঁর আইডিয়া। খান পরিবারের বিরুদ্ধে এই এফআইআরও দায়ের করেন পূজা। যদিও এর ফলে উল্টে তাঁকেই ট্রোল হতে হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকি বলিউডে ক্রমশ কাজ হয়ে যায় তাঁর। কিন্তু এই বিষয়ে কোনো কথাই বলেননি খান পরিবারের কেউই। বলিউডের এই রহস্য আজও রয়ে গিয়েছে রহস্যের আড়ালেই।