আর নয় সুশান্ত বিতর্ক! বলিউডের অপমানে জেরবার হয়ে শীঘ্রই নতুন পর্দায় আসছেন রিয়া চক্রবর্তী

মন্টি শীল, কলকাতা : বিতর্ক যেন অভিনেত্রীর পিছু ছাড়তে নারাজ। তবুও সেই সমস্তটা কাটিয়ে তুলে গত ১লা জুলাই, নিজের জন্মদিন উদযাপন করলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী ১৯৯২ সালের ১লা জুলাই দক্ষিণ ভারতের কর্ণাটকে জন্ম গ্রহণ করেন। জন্ম সূত্রে রিয়া ( Rhea Chakraborty ) একজন দক্ষিণ ভারতীয় হলেও অভিনেত্রী একজন বাঙালি পরিবারের সন্তান হিসেবে পরিচিত। জানা গিয়েছে, তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনা বাহিনীতে কর্মরত একজন সেনা কর্তা। তাই বাবার কর্মসূত্রে রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )কে দেশের বিভিন্ন প্রান্তে অভিবাসী হতে হয়েছে।
অভিনেত্রী তাঁর কেরিয়ারের সূচনা করেছিলেন ২০০৯ সালে এমটিভি-র এর টেলিভিশন শো থেকে। এরপর একজন ভিজে হিসেবে পরিচিত হওয়ার পর অভিনেত্রী ২০১২ সালে এক তেলেগু চলচ্চিত্র ‘টুনেগা টুনেগা’ থেকে অভিনয় জগতে প্রবেশ রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। এরপর ২০১৩ সালে অভিনেত্রীর প্রথম বলিউড সিনেমা মেরে ড্যাড কি মারুতি মুক্তি পায়। এরপর সোনালী কেবল সহ একাধিক বলিউড সিনেমাতে অভিনয় করেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty ) তাঁর অভিনয়ের দরুন জনসমক্ষে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন।
কিন্তু এরই মাঝে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর আকস্মিক মৃত্যুর পর রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty ) কে কেন্দ্র করে নানা ধরনের বিতর্কিত ঘটনা সামনে আসতে শুরু করে। যদিও সেই সমস্ত বিষয়কে আপাতত দূরে রেখে এগিয়ে গিয়েছেন অভিনেত্রী। যার এক ছোট্ট আভাস পাওয়া গেল অভিনেত্রীর জন্মদিনের দিন। এইদিন টলিউড পরিচালক রানা সরকার ( Rana Sarkar ) অভিনেত্রী রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty ) কে সোশ্যাল মিডিয়াতে জন্মদিনের শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে পরিচালক লিখেছেন, ‘শুভ জন্মদিন রিয়া। জীবনের চাকা সর্বদা প্রবহমান হোক। শীঘ্রই কলকাতায় এসে আমাদের সঙ্গে যোগদান করো।’
পরিচালকের এহেন মন্তব্যের পর প্রশ্ন উঠতে শুরু করেছে বিনোদন জগতে, তবে কি বাংলা সিনেমাতে নিজের আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। যদিও এর উত্তর পরিচালক নিজেই দিয়েছেন। এক সাক্ষাৎকারে রানা সরকার ( Rana Sarkar ) বলেছেন, ‘খুব সম্ভবত তাঁর পরবর্তী সিনেমাতে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী ( Rhea Chakraborty )। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু চুরান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’ জানা গিয়েছে, ইতিমধ্যেই সিনেমার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রযোজক এবং পরিচালক। তবে পরিচালকের এইরূপ মন্তব্যের পর সোশ্যাল মিডিয়াতে ভিন্ন ভিন্ন রকমের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে নেটিজেনদের পক্ষ থেকে।