Uron Tubri: প্রকাশ্যে বর চুরি! সোশ্যাল মিডিয়াতে তুবড়ির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মডেল অভিনেত্রী

মন্টি শীল, কলকাতা: সম্প্রতি বিনোদন জগৎ এবং বিতর্ক যেন একে অপরের পরিপূরক হিসেবে গড়ে উঠেছে। কারণটা যদিও বিনোদন জগতের তারকারা। ইদানিং সম্পর্কের টানাপোড়েন এবং নতুন সম্পর্ক গড়ে ওঠার নিয়ে বিতর্কে নাম জড়িয়েছে একাধিক জনপ্রিয় তারকাদের নাম। এই বার এই তালিকায় সংযোজিত হল জি বাংলা ( Zee Bangla ) ধারাবাহিক উড়ন তুবড়ি ( Uron Tubri )-র অভিনেত্রী সোহিনী বন্দোপাধ্যয়ের ( Sohini Banerjee ) নাম।

সূত্র অনুসারে জানা গিয়েছে, অভিনেত্রী সোহিনী বন্দোপাধ্যয়ের ( Sohini Banerjee ) বিরুদ্ধে বর হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আর টেলি অভিনেত্রীর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন মডেল অভিনেত্রী সুস্মিতা পাল ( Susmita Pal )। সম্প্রতি এই মডেল অভিনেত্রী তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। যাতে তিনি টেলি অভিনেত্রীর বিরুদ্ধে এই বিষ্ফোরক মন্তব্য করেছেন। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে মডেল অভিনেত্রীর দাবি, ‘অভিনেত্রী সোহিনী বন্দোপাধ্যায় ( Sohini Banerjee ) তাঁর স্বামী সন্দীপন পারিয়াল ( Sandipan Parial ) এর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছেন। যার দরুন তিনি এই মুহূর্তে অবসাদের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন।’

8c22

শুধু তাই নয়, মডেল অভিনেত্রী এই দিনের পোস্টে বলেছেন, ‘তাঁর স্বামী উড়ন তুবড়ি খ্যাত অভিনেত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন। যদিও অভিনেত্রী নিজেই একদা দাবি করেছিলেন তাঁর প্রেমিক রয়েছে।’ আর এই বক্তব্যের উপর নির্ভর করে মডেল অভিনেত্রী সুস্মিতা পাল ( Susmita Pal ) এর দাবি, ‘যদি এমনটা হয়েই থাকে তবে টেলি অভিনেত্রী তাঁর স্বামীর সঙ্গে কেন দীর্ঘক্ষণ সময় কাটাচ্ছেন?’ মডেল অভিনেত্রী এইদিন উড়ন তুবড়ি ( Uron Tubri ) খ্যাত অভিনেত্রীর সম্পর্কে বিষ্ফোরক অভিযোগ করার সঙ্গে সঙ্গে আত্মহত্যার প্রসঙ্গ তুলে এনেছেন। তাঁর মতে, ‘এই মুহূর্তে তাঁর পরিস্থিতি যেই পর্যায়ে রয়েছে তিনি আত্মহত্যা করতে পারেন। আর এটি প্রকাশ করতে তিনি লজ্জিত নন।’

 

View this post on Instagram

 

A post shared by Sohini Banerjee (@sohini_banerjee_28)

সূত্র অনুসারে জানা গিয়েছে, অভিনেত্রী সোহিনী বন্দোপাধ্যায় ( Sohini Banerjee ) জয়সূর্য গুপ্তের সঙ্গে দীর্ঘ নয় বছর ধরে সম্পর্কে রয়েছেন। তাঁর প্রেম সম্পর্ক নিয়ে প্রায় সকলেই জানা। কিন্তু বিগত এক বছর যাবত পেশায় ড্রামার সন্দীপন পারিয়াল ( Sandipan Parial ) এর থেকে আলাদা রয়েছেন মডেল অভিনেত্রী সুস্মিতা পাল ( Susmita Pal )। যদিও সোশ্যাল মিডিয়াতে সুস্মিতা পালের বিষ্ফোরক মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী সোহিনী বন্দোপাধ্যায় দাবি, ‘সন্দীপন তাঁর খুব নিকট বন্ধু। আর একথা তাঁর প্রেমিকেরও অজানা নয়।’ কিন্তু অভিনেত্রী তাঁর বক্তব্য প্রকাশ করলেও টলি পাড়ায় এমন বিষ্ফোরক মন্তব্যের জেরে যে ফের একবার জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে তা বলাই যায়।




Leave a Reply

Back to top button