Horoscope Today: বলি তারকাদের মতো জীবনসঙ্গী চাই? এই রাশির জাতকদের খুলবে বিবাহ ভাগ্য

মন্টি শীল, কলকাতা : ইদানিং বেশ কিছু সময় ধরে সাধারণ মানুষের মধ্যে এক অদ্ভুত উম্মাদনা নজরে এসেছে। যদিও সেই উম্মাদনা বলিউডের জনপ্রিয় তারকা অভিনেতা অভিনেত্রীদের সুখী দাম্পত্য জীবনের প্রসঙ্গ নিয়ে। আর বলিউডের পাওয়ার কাপলদের তালিকায় অন্যতম হলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট ও রণবীর কাপুর এবং ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বলিউডের এই পাওয়ার কাপলদের পারস্পরিক বোঝাপড়া এবং প্রেম নিবেদন করা দেখলে যে কোনও দম্পতির মন ইর্ষা জাগতে পারে।

কিন্তু বলি তারকাদের এই সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করার আসল রহস্য লুকিয়ে রয়েছে তাদের নিজ নিজ রাশিতে ( Horoscope )। জ্যোতিষ শাস্ত্রের মতানুসারে, একজন জাতক অথবা জাতিকার জীবনে প্রেম-ভালোবাসা-বিবাহ এই সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় তাদের নিজ নিজ জন্মছকের দ্বারা। জন্মছকের অবস্থান অনুসারে একজন জাতক অথবা জাতিকা সহজেই টের পেতে পারেন যে বিবাহের পর তাদের দাম্পত্য জীবন কেমন কাটতে চলেছে। কোন রাশির জাতকের সঙ্গে জুটি বাঁধলে আপনার দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিরাজ করবে এবং কোন রাশির জাতকের সঙ্গে বিবাহ হলে জীবনে কলহের সৃষ্টি হতে পারে।

10c11

উদাহরণ স্বরূপ বলতে গেলে, বলিউড অভিনেতা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর ও আলিয়া ভাট এরা সকলেই এক সুখী দাম্পত্যের নজির। কিন্তু আপনি কি এইটা জানেন, এই বলি তারকাদের দাম্পত্য জীবনের আসল রহস্য লুকিয়ে রয়েছে তাদের নিজ নিজ রাশিতেই ( Zodiac Signs )। সূত্র অনুসারে, রণবীর সিং হলেন কর্কট রাশির অন্তর্ভুক্ত ও দীপিকা পাড়ুকোন হল মকর রাশির অন্তর্গত। অভিনেতা ভিকি কৌশল বৃষ রাশি অন্তর্গত ও ক্যাটরিনা কাইফ কর্কট রাশির অন্তর্ভুক্ত। শুধু তাই নয়, অভিনেতা রণবীর কাপুর হলেন তুলা রাশি অন্তর্গত জাতক এবং আলিয়া ভাট মীন রাশি অন্তর্গত জাতিকা।

10c13

10c12

শাস্ত্র অনুসারে, যত দিন অতিবাহিত হয় এই রাশি অন্তর্গত জাতক ও জাতিকাদের সম্পর্কে প্রেম ও ভালোবাসা আরও গভীর হয়। এরা বিশ্বাস এবং আস্থা দিয়ে পরস্পরের দাম্পত্য জীবনকে সুখকর করে তোলেন। তবে শুধু মাত্র দাম্পত্য জীবন নয়, এর সঙ্গে সঙ্গে এরা নিজ নিজ পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের মর্যাদা রাখতে পারেন। যার দরুন এরা জীবনের প্রতিটি পদে সফলতা অর্জন করেন। আর এই সম্পর্কের প্রতি আনুগত্য প্রকাশ করতে গিয়ে এক অপরের প্রতি নির্ভরশীল হয়ে পড়েন এই রাশি অন্তর্গত জাতকরা।




Back to top button