Devdas: ডুবতে বসা বলিউডের কেরিয়ার বাঁচিয়েছিল দেবদাস, দুর্দিনে বলিউডের পাশে ভনসালী

জয়িতা চৌধুরি,কলকাতাঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘দেবদাস’ –এর ওপর ভিত্তি করে সঞ্জয়লীলা ভনসালী ( Sanjay Leela Bansali ) বানিয়েছিলেন বলিউডের সর্বকালের হিট ছবি ‘দেবদাস’ ( Devdas )। বলিউড প্রেমীদের মনে তখন অবশ্য রাজ করছিল ‘দিল তো পাগল হ্যায়’( Dil Toh Pagal Hain ), ‘কুছ কুছ হোতা হ্যায়’ ( Kuch Kuch Hota Hain ) এর মতো ছবি। ভনসালীই সেই প্রথম পরিচালক যিনি চিরাচরিত বলিউডি ট্রেন্ডকে ভেঙ্গে দিয়ে দেবদাসের মত সিনেমা তৈরি করেন।

devdas 2

ছবি মুক্তির পর দর্শকের মন ছুঁয়ে গেছিল দেবদাস ও পার্বতীর প্রেমকাহিনী, শাহরুখ ( Shahrukh Khan ) –ঐশ্বর্যের ( Aishwariya Rai Bachchan ) অভিনয়শৈলী ও অভিনেত্রী মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit ) ওরফে চন্দ্রমুখীর চরিত্রটি । সেই বছরের অন্যান্য সিনেমাগুলির মধ্যে সব থেকে বেশি আয় করে দেবদাস। মুক্তির পর ২০ বছর পার করেছে দেবদাস। আজও ভনসালীই মাস্টারপিস সিনেমাটি বলিউডের গৌরব ধরে রেখেছে।

এহেন পরিচালক সঞ্জয়লীলা ভনসালী বলিউডে পদার্পণ করেন ১৯৯৬ সালে। তাঁর প্রথম ছবি ‘খামোশ’ ( Khamoshi )। শুরুতে ঝুলিতে বলিউডে ব্লকবাস্টার না থাকলেও দেবদাস ছবিটি ঘুরিয়ে দেয় কেরিয়ারের মোড়। এরপর একের পর এক হিট ছবি যেমন ‘হাম দিল দে চুকে সানাম’( Hum Dil De Chuka Sanam ), ‘দেবদাস’, ‘বাজিরাও মাস্তানি’ ( Bajirao Mastani ), ‘পদ্মাবত’( Padmawat ), ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’( Gangubai Katiawadi ) প্রমুখ। শোনা যায় ছবি তৈরির সময় নাকি সেটের উপর বিশেষ গুরুত্ব দেন বনশালি।

devdas 3

ঝাঁ চকচকে সেট, নায়ক-নায়িকার নিখুঁত মেকআপ ও পোশাক, তাঁর সঙ্গে সিনেমাগ্রাফি সবটা মিলে বনশালির ছবিগুলি যেন একেবারেই আলাদা ঘরানায়ে তৈরি। পরিচালক নিজে স্বীকার করেন মাস্টারপিস ছবি দেব্দাস বলিউডের ভাগ্য বদলে দেয় সেই বছর। দেবদাস বলিউডের সেরা উপার্জনকারী ছবিগুলির মধ্যে একটি।




Back to top button