Mithai: মাথায় বিনুনি, পরনে গোলাপি শার্ট সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কী বার্তা দিলেন মিঠাইরানি

অহেলিকা দও, কলকাতা : ধারাবাহিকের ‘সুখে-দুখে মিষ্টি মুখে মিঠাই’। তবে এই মূহুর্তে ধারাবাহিকে চলছে দুঃখের পর্ব। কারণ সিডকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ মিঠাই। দুঃখের ছায়া মোদক বাড়িতে। শুধু মোদক পরিবারেই নয়, ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুন্ডুকে দর্শক এতটাই ভালবেসে ফেলেছেন যে প্রতিটা ঘরে ঘরে যেন শোকের ছায়া।

‘মিঠাই’ ধারাবাহিকের অভিনেত্রীকে নিয়ে চিন্তিত অনুগামীরা। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। এদিন অনুগামীদের সঙ্গে গোলাপী শার্ট এবং কালো হট প্যান্ট পরে একটি ছবি ভাগ করে নিতে দেখা গিয়েছে তাকে। এছাড়াও তিনি অনুগামীদের সকলকে চিন্তা না করে খুশি হওয়ার বার্তা দিয়েছেন।

mithai

অনুগামীদের ধারণা, মিঠাইয়ের শ্যুটিং সেটেই তোলা হয়েছে ফটোটি। সেই ফটোর মাধ্যমেই অভিনেত্রীকে খুশি হওয়ার বার্তা দিতেই অনুগামীরা মনে করেছেন হয়তো তাহলে এবার নতুন কোন মোড় আসতে চলেছে ‘মিঠাই’ ধারাবাহিকে। প্রিয় অভিনেত্রীকে আর অসুস্থ অবস্থায় দেখতে চান না অনুগামীরা, তাই তাঁরা মিঠাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আর নেতিবাচক চরিত্রের শাস্তি হক। সকলেই মিঠাই-এর মিষ্টি কথা শোনার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)




Back to top button