Neel-Trina: সুখের সংসার আগুন, বিয়ে ভাঙছে নীল-তৃণা? প্রসঙ্গ নিয়ে ক্ষোভ উগরে মুখ খুললেন অভিনেত্রী

রঙিন পর্দার জনপ্রিয় জুটি নীল-তৃণার সম্পর্কে কী ভাঙনের জল্পনা? ইতিমধ্যেই দুই সন্তানের মা হয়েছেন তৃণা? খড়কুটো ধারাবাহিকে আর দেখা যাবে না গুনগুন চরিত্রকে? বহু প্রতীক্ষার পর দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পরিণতি পেয়েছিল ২০২১এর ,ফেব্রুয়ারি মাসে। তারপর থেকেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় বিচ্ছেদের খবর। আসলে টেলিভিশন দুনিয়ায় সম্পর্ক ভাঙা-গড়ার জল্পনা চলতেই থাকে। নীল-তৃণাও তার ব্যতিক্রম নয়। তবে এবার নিজেদের সম্পর্ক নিয়ে অকপটে সাংবাদিকদের সামনে মুখ খুললেন তৃণা। কী বললেন তিনি? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক


রিল হোক কিংবা রিয়েল সর্বদাই নীল ও তৃণার  (Trina Saha) জুটি নজর কাড়ে সকলের । রিল লাইফে একসঙ্গে কাজ না করলেও সময় পেলেই কাপল গোল দিয়েই চলেছেন নীল ও তৃণা। টলিপাড়ার সুপারহিট জুটি রিয়েল লাইফের খুনসুটি দেখার জন্য সর্বদাই মুখিয়ে থাকেন ভক্তরা।বিভিন্ন জায়গায় একসঙ্গে আউটিংয়ের ছবি প্রকাশ্যে আসে। তবুও কর্মব্যস্ত জীবনে যখনই ছবি বা ভিডিও জনসমক্ষে আসে না তখনই ব্যস্ত হয়ে পড়েন দর্শকরা। ভাঙনের জল্পনা ছড়িয়ে পড়ে হাওয়ায়।তবে কী সত্যি সম্পর্ক ভাঙছে তৃ-ণীলের? কী বলছেন তারকারা?
img 20220811 112751
একদমই নয়। তৃণা এক সাক্ষাৎকারে জানিয়েছেন,”কেউ রটাচ্ছে বিয়ে ভাঙছে। কেউ বলছেন দুই বাচ্চার মা। কেউ আবার বলছেন খড়কুটো খুব শীঘ্রই বন্ধই হবে।”কিন্তু এসব কিছুই ঘটছে না বলে তিনি জানান। নীল-তৃণা এখন সুখী দম্পতি। দাম্পত্য প্রেম নিয়ে তাঁরা দুজন খুবই খুশি। এমনকী এখনও কোনো সন্তান নেই তাঁর। সেকথা ভাবছেনও না। তাই মানুষের আগ্রহ নিয়ে অল্প ক্ষোভ রয়েছে তৃণার। তবে মুখে তিনি প্রকাশ করলেন না। তৃণার মতে নিজের জীবন নিয়ে কোনও রাখঢাক নেই তাঁর। যখন যা ঘটবে প্রকাশ্যেই জানিয়ে দেবেন তিনি। কাজের জায়গা হোক বা ব্যক্তিগত জীবন যখনই কোনও বিপর্যয় ঘটবে তখন তিনি স্পষ্ট জানিয়ে দেবেন মানুষকে। কারণ দর্শকদের জন্যই আজ তাঁর এত খ্যাতি, তাই মানুষকে বাদ দিয়ে কোন কাজই তৃণা করবেন না বলে জানিয়েছেন। সুতরাং সমস্ত জল্পনা উড়িয়ে এখন সুখী দাম্পত্যে কাটাচ্ছেন তৃ-ণীল।




Back to top button