Arijit Singh: বিনা পয়সার শিক্ষক অরিজিৎ! গ্রামের ছেলেদের ভোল বদলে জিয়াগঞ্জে শুরু করলেন ইংরেজি কোচিং ক্লাস

জয়িতা চৌধুরি,কলকাতাঃ সেলেব্রিটি হলেও একেবারে মাটির মানুষ তিনি। মুম্বাইয়ের ঝা চকচকে বাড়ি ছেড়ে মুশির্দাবাদের জিয়াগঞ্জে থাকেন। স্কুটিতে চ়ড়েই এদিক ওদিক ঘুরে বেড়ান তিনি। পাড়ার চায়ের দোকানে আড্ডাও দেন ছোটবেলার বন্ধুদের সঙ্গে। তাঁর গানের সুরে ডুবে একটা গোটা জেনেরেশন। তিনি আর কেউ নন। প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং ( Arijit Singh )। তবে এবার তাঁর কাজে আত্মহারা অনুরাগীরা। আনন্দে আত্মহারা জিয়াগঞ্জের মানুষও।

সূত্রের খবর বলছে, গত মঙ্গলবার অরিজিৎ সিং (Arijit Singh) তাঁর ছোটবেলার বন্ধু শঙ্কর মণ্ডলের নার্সিং কলেজে হাজির হয়েছিলেন। সেখানে গিয়ে পড়ুুয়াদের সঙ্গে কথা বলেছেন, ছবিও তুলেছেন। তবে খবরটা এখানেই সিমাবদ্ধ নয়। ঘটনাটি হল জিয়াগঞ্জে বিনা পয়সায় ইংরেজি শেখার কোচিং ক্লাস শুরু করতে চলেছেন। সূত্রের খবর অনুযায়ী, সেই কোচিং ক্লাসের জন্যই ক্লাসরুম খুঁজতে নার্সিং কলেজে গিয়েছিলেন অরিজিৎ।

arijit singh 1

প্রতিবেশীরা বলেন, অরিজিৎ নাকি এরকমই। তারকা সুলভ কোন আচরণই দেখা যায় যখন জিয়াগঞ্জে আসেন তখন নিজে হাতেই সব কিছু করেন। স্কুটি চড়ে ঘোরেন, বাজার করেন। এবার নিজের স্কুলের পরিচালন কমিটির সভাপতি হলেন বলিউডের তারকা গায়ক। জিয়গঞ্জ চক্রের এস আই মৌমিতা সাহা বলেন, “রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক অরিজিৎবাবুকে ওই বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।”

arijit singh 2
স্কুলের প্রধানশিক্ষক দীপঙ্কর ভট্টাচার্যর কথায়, “দেশের জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিৎবাবু, তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অন্যতম দায়িত্ব পাল করবেন বলে আশা করি। এছড়া বিদ্যালয়ের পরিচালনায় তাঁর নাম যুক্ত হওয়া আমাদের কাছে অত্যন্ত গর্বের। ” অন্য এক অবসর প্রাপ্ত অবসরপ্রাপ্ত শিক্ষক সমীর ঘোষ বলেন, দেশের অন্যতম সংগীতশিল্পী এলাকার বিদ্যালয় পরিচালন কমিটির দায়িত্বপ্রাপ্ত হয়ে ওই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছেন। বিদ্যালয়ের উন্নয়নও ঘটাবেন।




Back to top button