Madhobilata:”পুষ্পা সিনেমার দৃশ্যের সঙ্গে হুবহু মিল মাধবীলতার!”প্রথম পর্বের কোন দৃশ্য মনে দাগ কাটল দর্শকের

স্টার জলসায় মন ফাগুনকে সরিয়ে এসে গেল ‘মাধবীলতা’। সবুজ শ্যামল বনানী পাহাড়ে জঙ্গলে ঘেরা একটুকরো গ্রাম। সেই গ্রাম বাসীদের সঙ্গে জঙ্গলের আত্মার সম্পর্ক। এরই মাঝে রয়েছে শহর গ্রাম জীবনের দ্বন্দ্ব, বড়ো লোকের বেআইনি ব্যবসা আর গ্রামের মানুষের টিকে থাকার লড়াই। রয়েছে ত্রিকোণ প্রেম ও একটি প্রতিবাদী মেয়ের গল্প । জঙ্গল হাটার রক্ষাকর্ত্রী মাধবীলতার প্রথম পর্ব কেমন জমে উঠল? জানাবো আপনাদের।
প্রোমো প্রকাশ্যে এসেছিল বেশ কিছুদিন আগে জলসার পর্দায়। স্লট পাওয়া নিয়ে দর্শক মনে তৈরি হয়েছিল ব্যপক দ্বন্দ্ব। একদিকে নবাগত ধারাবাহিকের শুভেচ্ছা অন্য দিকে মন ফাগুন ভক্তদের অভিশাপ। অসময়ে মন ফাগুনের বন্ধ হয়ে যাওয়া মেনে নিতে পারেনি দর্শক। প্রথম পর্বে নজরকাড়া ছিল জঙ্গলাহাটার প্রাকৃতিক দৃশ্য। প্রোমোর দৃশ্যের মতোই ‘যারে পবন’ গানে ঝর্ণা তলায় নাচতে দেখা গেল নায়িকা মাধবীলতাকে। ইতিমধ্যে বন্যপ্রাণীদের ছবি তুলতে এসে মাধবীলতার সাক্ষাৎ পেল ধনী ক্ষমতালোভী পুষ্পরঞ্জন চৌধুরীর ছেলে সবুজ চৌধুরী। মাধুরী লতার দিকে একদৃষ্টে চেয়ে বলে ওঠে, ” ওফ! ওয়াইল্ড বিউটি”। মাধবীলতার কয়েকটি ছবিও তোলে সে। শহুরে বাবু প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় মাধবীলতার। তবে মাধবীলতার লক্ষ্য একেবারেই আলাদা সে চায় জঙ্গলকে রক্ষা করতে, জঙ্গল তার প্রাণ। গাছ তার মা।
হঠাৎ শোনা যায় চোরাকারবারিরা জঙ্গলে হামলা করেছে। ছুটে যায় মাধবীলতা। গায়ে ভেজা শাড়ি, গলায় মাকড়ি,কপালে টিপ। কুড়ুল দিয়ে যখম করে চোরা কারবারিদের। মুখে একেবারে তামিল সিনেমার পুষ্পার অঙ্গ ভঙ্গী। থুতনিতে নয়, নাকের কাছে হাত ঘষেই শত্রু নিকেশের ইঙ্গিত দেয়। এসময় জঙ্গলের অফিসার সবুজের বাগদত্তা এসে উপস্থিত হয় চোরাচালানকারীদের আটকাতে।কিন্তু মাধবীলতা একাই একশো।সেই জব্দ করে দেয় বিরিঞ্চির মতো ভয়ানক গুন্ডাদের। এদিকে চৌধুরী বাড়িতে চলছে দুর্গা পূজা। পূজার আগে পুজো পুজো গন্ধ পাবেন স্টারের পর্দায়।
শ্রাবণী সাহার লড়াকু ছবি বেশ মন কেড়েছে দর্শকের। সাধারণত বাংলা ধারাবাহিকে মেয়েরা বিপদে পড়লে ছেলেরা এগিয়ে আসে। ‘মাধবীলতা’ নিজের লড়াই নিজেই লড়তে জানে। তবে দর্শকদের একটাই প্রশ্ন, ‘লড়াকু মেয়ে হঠাৎই শহুরে গৃহবধূ হয়ে যাবে না তো?’ ‘আবার সেই একই ত্রিকোণ প্রেমের গল্প হিংসা’ এসব দেখতে নারাজ দর্শক। তবে মন ফাগুন দর্শকদের অভিমান ভাঙিয়ে পর্দায় টানতে পারলে তবেই TRP র মুখ দেখবে এই ধারাবাহিক।