Madhobilata: মাধবীলতা থেকে যমুনা ঢাকি! শত্রুদের সঙ্গে লড়তে এক স্ক্রিপ্টেই হাতে কাটারি তুলেছে যে নায়িকারা

নারীশক্তির উত্থানকে কেন্দ্র করে বাংলা টেলিভিশনে এসেছে একের পর এক ধারাবাহিক। কেউ ডাক্তার, আইনজীবী, কেউ বা ব্যবসায়ী, বিমানচালক সব পেশাতেই মেয়েদের পারদর্শিতাকে সামনে রেখে জমে উঠছে ধারাবাহিকের গল্প। তবে বেশিরভাগ গল্পে নারীরা এসছে একেবারে প্রান্তীয় গ্রামাঞ্চল থেকে অথবা সমাজের তথাকথিত নীচুতলা থেকে। শহরাঞ্চলে এসে ধনীবাড়ির গৃহবধূ হয়ে ভোলবদল ঘটেছে তাদের। যেমন কর্মক্ষেত্র তেমনই গৃহস্থালী। তবে নায়িকাদের জীবনযাত্রা বড়োবেশি মসৃণ নয়। শত্রুদের আক্রমণ ও কাঁটা বেছানো পথ পেরিয়ে ধারাবাহিকের নায়িকারা পৌঁছে যান সাফল্যের পথে।

ব্লুজ প্রোডাকশন নিবেদিত একাধিক ধারাবাহিকে শত্রুর বিরুদ্ধে নারীরাই অস্ত্র তুলে নিয়েছে। মা কালী যেভাবে অসুর নিধনে নেমেছিলেন। ভাবলে অবাক লাগে, ধারাবাহিক আলাদা হলেও ব্লুজের নায়িকারা মারকাটারি হয়েই রুখে দাঁড়িয়েছে। যমুনা ঢাকি, জীবন সাথী, সর্বজয়া বর্তমানে মাধবীলতা’ সকল নায়িকাদের হাতেই রয়েছে কাটারি, ঠিক যেন কালি প্রতিমা।কাকে বেশি সুন্দর লাগে অস্ত্র হাতে? আসুন দেখে নিই

যমুনা ঢাকি: ব্লুজ প্রোডাকশনের প্রযোজনায় ২০২০ সালে এসেছিল এই ধারাবাহিক। ঢাকি পরিবারের মেয়ে যমুনা ঢাক বাজিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু শ্বশুর বাড়ির পরিবার থেকে ঢাকের প্রতিযোগিতা সর্বত্রই একপ্রকার যুদ্ধ করে টিকে থাকতে হয়েছিল তাঁকে। শ্বেতা ভট্টাচার্য শত্রুদের বিরুদ্ধে তুলেছিল কাটারি। কেমন লাগে আপনাদের শ্বেতার এই দশভূজা রূপ?

img 20220824 154621
সর্বজয়া: ব্লুজের নিবেদন জি বাংলায় ‘সর্বজয়া’। মূল চরিত্রে ছিলেন শতাব্দী রায়। কিন্তু মেয়ে সারার চরিত্রে ছিলেন সঙ্ঘমিত্রা। এর আগেও ‘আমার দুর্গা’ ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন সঙ্ঘমিত্রা। ধারাবাহিকের স্বার্থে কখনও ত্রিশূল, কখনও কাটারি কিছুই বাকি নেই।
img 20220824 162154

জীবন সাথী: প্রিয়ম, ঝিলমের গল্প নিয়ে ব্লুজের নির্মাণ জির পর্দায় ‘জীবন সাথী’। এখানেও শাশুড়ি সালঙ্কারা ব্যানার্জীর পোশাকের অহংকারে বারবার সঙ্কটে পরেছে প্রিয়ম। সেখানেও পারিবারিক শত্রুদের নিয়োগ করা গুণ্ডাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে প্রিয়ম। কাটারি নিয়েই কালি রূপ ধারণ করেছে সে। কেমন লাগে দিয়া বসুকে?
img 20220824 154102
মাধবীলতা: স্টারের পর্দায় ব্লুজের নিবেদন মাধবীলতা। জীবন সাথীর ঝিলমই এখানে মাধবীলতা। জঙ্গল হাটার জঙলি মেয়ে মাধবীলতা। চোরাকারবারিদের বিরুদ্ধে সেও রুখে দাঁড়ায় অস্ত্র নিয়ে। কী অস্ত্র? হ্যাঁ ঠিকই ধরেছেন। ব্লুজ স্পেশাল কাটারি। প্রথম পর্বেই রোমাঞ্চকর দৃশ্যে বাজিমাৎ করেছে মাধবীলতা ওরফে শ্রাবণী ভুঁইয়া। কেমন লাগছে আপনাদের ‘মাধবীলতা’কে?




Back to top button