Horoscope Today: জীবনকে গ্রাস করছে শোক-দুঃখের অন্ধকার, সূর্যদেবের হাত ধরেই ফিরবে শান্তি, রইল আজকের রাশিফল

মন্টি শীল, কলকাতা: আজ রবিবার, হিন্দু ধর্ম অনুসারে এদিন বেশ কিছু রাশির জাতকদের উপর সূর্যদেবের বিশেষ প্রভাব দেখা দেয়। তাই এমন একটা তাৎপর্যপূর্ণ দিন শুরু করার আগে জানতে চান কেমন কাঁটতে চলেছে আজকের গোটা দিন? কোন জাতকের জীবনে আসতে চলেছে রাশি রাশি সফলতা, আর কোন জাতকের জীবনে বিরাজ করবে শুধুই হতাশা? কার কর্মজীবনে আসবে আমূল পরিবর্তন, কোন জাতকের দাম্পত্য জীবন হতে চলেছে সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর? এই সমস্ত বিষয় নিয়ে আরও বিশদে জানতে হলে আজ ২৮শে আগস্ট ( ১১ই ভাদ্র ) ২০২২, এক নজরে দেখে নিন আজকের রাশিফল ( Horoscope Today )।
• মেষ রাশি
আজ এই মেষ রাশি অন্তর্গত জাতকদের প্রেমে সফলতা সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের খারাপ ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন। ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মাত্রাতিরিক্ত অর্থব্যয়ের দরুন সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কোনও কাজ করার সুযোগ আসতে পারে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে।
• মিথুন রাশি
আজ এই মিথুন রাশি অন্তর্গত জাতকরা রাস্তাঘাটে বিপদের সম্মুখীন হতে পারেন, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পারিবারিক সম্পত্তি নিয়ে গুরুজনদের সঙ্গে আলোচনা হতে পারে। মূল্যবান জিনিস ক্রয় করতে গিয়ে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। শারীরিক অসুস্থতার কারণে কাজে ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের সুব্যবহারের দরুন সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে সক্ষম হবেন। অর্থ লাভের যোগ আসতে চলেছে।
• সিংহ রাশি
আজ এই রাশি অন্তর্গত জাতকরা দূরে কোথাও ভ্রমণ নিয়ে আলোচনায় করতে পারেন। অনেক দিনের আশা ভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক অসুস্থতার কারণে কাজে ক্ষতির সম্ভাবনা রয়েছে। ভাল কাজের দরুন সমাজে প্রসংশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার দরুন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। নিকট আত্মীয়ের কাছ থেকে দুঃসংবাদ আসতে পারে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের প্রস্তাব আসতে পারে। শিক্ষার্থিরা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন।
• তুলা রাশি
আজ এই রাশি অন্তর্ভুক্ত জাতকরা অনুকূল পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন। কোনও ব্যক্তির প্রতি মাত্রাতিরিক্ত বিশ্বাস প্রদর্শন না করাই শ্রেয়। সন্তানের ভবিষ্যতের প্রতি বিশেষ নজর রাখতে হবে। বাড়ির গুরুজনদের কাছ থেকে আর্থিক সহায়তা লাভ করতে পারেন। ভাল কাজের দরুন প্রসংশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে সফলতা পাওয়ার যোগ রয়েছে। প্রেমে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ আসতে পারে।
• ধনু রাশি
আজ এই ধনু রাশি অন্তর্গত জাতকদের পূর্বপরিকল্পিত ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। নিকট বন্ধুর কারণে বিপদের সম্মুখীন হতে পারেন। প্রেমে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। সন্তানের পড়াশোনায় উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ে মানসিক উদ্বেগ বজায় থাকলেও, দিনের শেষে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থিদের জন্য শুভ যোগ আসতে চলেছে। মাত্রাতিরিক্ত অর্থব্যয়ের কারণে সংসারে বিবাদ সৃষ্টি হতে পারে। অতিরিক্ত পরিশ্রমের দরুন শরীরে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।
• কুম্ভ রাশি
আজ এই কুম্ভ রাশি অন্তর্গত জাতকরা বিজ্ঞান চর্চায় বিশেষ সফলতা অর্জন করতে পারেন। সংসারের ছোট খাটো বিষয় নিয়ে স্ত্রী’র সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। আর্থিক আয় বৃদ্ধির যোগ থাকলেও, অভাবনীয় পরিশ্রমের মধ্যে দিয়ে অতিবাহিত হতে হবে। প্রেমে মানসিক উদ্বেগ বজায় থাকবে। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত কলাকুশলীদের জন্য ভাল সুযোগ আসতে চলেছে। সাময়িক অসুস্থতা দেখা দিতে পারে। সংসারের ছোট খাটো বিষয় নিয়ে তৈরি হওয়া বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।