Sanghasri Sinha Mitra: “এ কী হাল?” নন্দিনীর দজ্জাল কাকিমা শাড়ি ছেড়ে খোলামেলা পোশাক পরতেই প্রশ্ন নেটিজেনদের

জয়ীতা সাহা, কলকাতা: চলচ্চিত্র জগত হোক বা রিয়েল লাইফ অন্যের শারীরিক গঠন নিয়ে ট্রোল করতে প্রায়শই দেখা যায় বেশিরভাগ মানুষকেই। যদিও চলচ্চিত্র জগতে অভিনেত্রীদের ক্ষেত্রে এই শারীরিক গঠন একটি বড় বিষয়। কাকে কোন চরিত্রে মানাবে, কে নায়িকা হতে পারবেন তার বেশিরভাগই নির্ভর করে তাঁর শারীরিক গঠনের উপর। এমনই শারীরিক গঠন নিয়ে প্রতিমুহূর্তে ট্রোল হয়েছেন সেই অভিনেত্রী। হাত ছাড়া হয়েছে বহু চরিত্রের অভিনয়। বারংবার এই ট্রোলড হওয়া অভিনেত্রী হলেন সংঘশ্রী সিনহা(মিত্র)। তবে এই শারীরিক গঠন নিয়ে মোটেই বিচলিত নন তিনি, সম্প্রতি উন্মুক্ত শারীরিক ফটোশ্যুটের মাধ্যমে ঝড় তুলেছেন নেটপাড়ায়।
প্রসঙ্গত, বর্তমানে সকলের পরিচিত অভিনেত্রী সংঘশ্রী সিনহা বাংলা বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১০ সালে লে ছক্কা, ২০১০-এ অটোগ্ৰাফ,২০১২-তে বিক্রম সিংহ সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে নজড় কাড়েন দর্শকদের। টেলিভিশনেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে মন মাতিয়েছেন দর্শদের। বর্তমানে তিনি স্টার জলসার অন্যতম ধারাবাহিক নবাব নন্দিনী-তে খল চরিত্রে তথা নন্দিনীর কাকিমা-র চরিত্রে অভিনয় করেছেন। কমেডি চরিত্রের পাশাপাশি এই খলচরিত্রেও বেশ মানিয়েছে তাঁকে। এছাড়াও কাজ করছেন আবীর চট্টোপাধ্যায় এবং ঋতাভরী অভিনীত ‘ফাটাফাটি’-তেও। মুক্তির অপেক্ষায় রয়েছে এই ছবি।সূত্রের খবর, সম্প্রতি অভিনেত্রী নেটমাধ্যমে পোস্ট করেছেন উন্মুক্ত শারীরিক পোস্ট। যেখানে ইন্ডাস্ট্রিতেও কাজ করতে এসেও শারীরিক গঠন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে, সেখানে এই উন্মুক্ত শারীরিক পোস্টে ঝড় তুলেছেন নেটপাড়ায়। কালো স্লভেজের ভেতর থেকে স্পষ্ঠ তার তাঁর শরীরের প্রতিটি অংশ। একটি সাক্ষাতকারে তাঁর এই শারীরিক গঠন সম্পর্কে তিনি জানিয়েছিলেন, “আমার বয়সী এমনকী আমার থেকে বড় অনেকেই নায়িকার চরিত্রে অভিনয় করেন, কেবলমাত্র তাঁরা তন্বী বলে। মোটাদের এখনও নায়িকা হিসেবে মেনে নেওয়া হয় না। মোটারা যেন শুধুই কমেডি করবে!” আর আজ তাঁর এই উন্মুক্ত ফটোশ্যুট যেন অন্য কথা বলছে। তাঁর এই পোস্ট যে অধিকাংশ পুরুষ হৃদয়ে ঝড় তুলেছে তা তাঁর পোস্টের কমেন্ট থেকেই স্পষ্ট।