Bengali Actors: জমে উঠেছে ছোট পর্দা! আদৃত থেকে প্রতীক আপনার চোখে কে বেশি ‘কেয়ারিং হাসবেন্ড’?

জয়িতা চৌধুরি,কলকাতাঃ মধ্যবিত্ত বাড়িতে সকালবেলার ব্রেকফাস্ট হোক বা বিকেলের চা-সিঙ্গারা, সঙ্গে যদি নাটকীয় বাংলা সিরিয়াল না থাকে তাহলে ব্যাপারটা বেশ জমে না। বিকেল হলেই ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে এই ধারাবাহিকগুলোর মাধ্যমে মা-মাসিরা যেন খুঁজে পান নিজেদের। নিজেদের পরিবারের সঙ্গে সঙ্গে সিরিয়ালগুলির হাজারো চিন্তা গুরুতর ভাবে মাথায় নেন তাঁরা। সহজ ভাবে বললে মধ্যবিত্ত বাঙালীর অন্যতম বিনোদনের ঠিকানা হল বাংলা ধারাবাহিকগুলি। তবে বাংলা সিরিয়ালগুলিএ অন্য আরও আকর্ষণ রয়েছে। যার মধ্যে অন্যতম ধারাবাহিকের নায়ক। আজকের প্রতিবেদনে থাকল এমনই চার জনপ্রিয় নায়কের নাম…

adrit ray

১. আদৃত রায় ( Adrit Ray ): বাংলা টেলিভিশনের দর্শকদের মনে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন ‘মিঠাই’ ধারাবাহিকের চরিত্ররা। যার মধ্যে ‘সিদ্ধার্থ মোদক’ অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের জনপ্রিয়তার মাত্রা একেবারে অন্য পর্যায়। সেই প্রমাণ মেলে অভিনেতার একাধিক ফ্যান ক্লাবের (Adrit Roy Fan Club) দিকে চোখ রাখলেই।একদিকে তিনি যেমন ভাল অভিনেতা, সেই সঙ্গে কতটা ভাল গায়ক, একথা বোধ হয় সকলেরই জানা। এমনকি ‘মিঠাই’- ধারাবাহিকেও প্রায়শই শোনা যায় তাঁর গান। অভিনয়ের পাশাপাশিকনসার্ট ও বিভিন্ন গানের শো করেন আদৃত। তাঁর এমকি ব্যান্ডও আছে। যেখানে মুখ্য গায়ক হিসাবে তিনি গান করেন

writhick mukherjee

২. ঋত্বিক মুখোপাধ্যায় ( Writwik Mukherjee ): ‘এই পথ যদি না শেষ হয়’ ( Ei Poth Jodi Na Sesh Hoy ) এর সাত্যকি এখন বহু বাংলার মেয়ের পছন্দের পুরুষ। অমন নম্র স্বভাবের ছেলে সকলেরই কাম্য। বউকে অফুরন্ত ভালোবাসে যে, মাকে মাথায় করে রাখে যেই ছেলে সেই ছেলে বহু মেয়েই মনে মনে চেয়ে থাকে। এখন সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায়হলেন বাংলার ঘরের ছেলে।

gaurav chatterjee

৩. গৌরব চ্যাটার্জি ( Gourab Chatterjee ): এই মুহূর্তে ‘গাঁটছড়া’ (Gatchhora) ধারাবাহিকে ঋদ্ধিমান সিংহ রায়-এর চরিত্রে দেখা যাচ্ছে গৌরবকে। উত্তম কুমারের নাতি সৌরভ রুপোলী পর্দায় তাঁর অভিনয় জীবনের যাত্রা শুরু করেবাসার ’ভালোবাসার আরেক নাম’ ছবিটির মাধ্যমে। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ তিনি। অভিনেতার ঝুলিতে রয়েছে দুর্গা, বধূবরণ, রানি রাসমণী মতো একাধিক জনপ্রিয় সিরিয়াল। পাশাপাশি গৌরব কাজ করেছেন একাধিক ওয়েব সিরিজেও। চরিত্রহীন, বিরক্ত করবেন না, বউ কেনো সাইকো তাদের মধ্যে অন্যতম|

pratik sen
৪. প্রতিক সেন ( Pratik Sen ): এককালে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত জুটি প্রতীক সেন ও সোনামণি সাহা মানে শঙ্ক-মোহর জুটি। ভালোবেসে ফ্যানেরা এই জুটির নাম দিয়েছিল‘মোহদীপ’। মাস কয়েক আগেই শেষ হয়েছে ‘মোহর’। ইতিমধ্যেই, দেবচন্দ্রিমার সঙ্গে জুটি বেঁধে ছোট পর্দায় ফিরছেন প্রতীক সেন, সৌজন্যে ‘সাহেবের চিঠি’। তবে প্রতিকের জনপ্রিয়তা কমেনি এক বিন্দুও। দর্শক মহলে আজও সমান ভাবে জনপ্রিয় তিনি।




Back to top button