Lovely Maitra: রাজনীতিতে কি কমেছে গুরুত্ব? বিরতি কাটিয়ে আবার ছোট পর্দায় ফিরেছেন ‛জলনূপুর’ খ্যাত লাভলি মৈত্র

জয়ীতা সাহা, কলকাতা: অদম্য জেদ এবং কাজের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকলে যেকোনও কাজই এক লহমায় হয়ে ওঠে সহজ সরল। ক্যামেরার বিপরীতে কাজ করা মোটেই সহজ নয় তাও আবার প্রথম বার মুখ্য চরিত্রে। এমনই এক প্রায় না হওয়া ঘটনা সত্যি করে দেখিয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র। পেশায় তিনি অভিনেত্রী হলেও তাঁকে একজন রাজনৈতিক মুখ হিসেবেও চেনেন প্রায় সকলেই। রাজনৈতিক জীবন শুরু হয়নি তখনও। বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছিলেন এক নতুন মুখ হয়ে।
একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘জলনূপুর’। মুখ্য চরিত্রে অভিনয়ে ছিলেন আজকের সকলের প্রিয় অভিনেত্রী লাভলি মৈত্র। এটিই ছিল বাংলা ধারাবাহিকে তাঁর প্রথম কাজ তবে তাঁর অসাধারণ অভিনয় প্রতিভা এক মুহুর্তের জন্য দর্শকদের বুঝতে দেয়নি যে এটি তাঁর প্রথম কাজ। সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য-র মতো তারকাদের সঙ্গেও একযোগে দূর্দান্ত অভিনয় উপহার দিয়েছেন দর্শকদের। প্রথম বার এত সুন্দর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সকলেই।বেশ কিছুদিন বিরতির পর আবারও তিনি ফিরেছেন ছোট পর্দায়। কার্যত এই বিরতি ঘটেছিল রাজনৈতিক পদক্ষেপের ফলেই। ওতোপ্রোত ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ার ফলে বিরতি নিয়েছিলেন লাইট,ক্যামেরা,অ্যাকশনের জগত থেকে। সম্প্রতি ‘গুড্ডি’ ধারাবাহিকের মাধ্যমে আবারও লাইট,ক্যামেরা,অ্যাকশনের জগতে জমিয়ে তাঁর অভিনয় উপভোগ করেছেন দর্শকমহল। সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট দেখা গিয়েছে।
লাভলি মৈত্রর একটি ছবি দিয়ে ওই অনুগামী লিখেছেন,” গুড্ডি সিরিয়ালে লাভলি মৈত্র দূর্দান্ত অভিনয় করেছেন” অর্থাৎ তাঁর অভিনয় যে আবারও দর্শকদের মন ছুঁয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। প্রসঙ্গত, গুড্ডি সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লাভলি। গুড্ডির পাশে দাঁড়িয়ে যেভাবে শিরিন সহ সকলকে জব্দ করেছেন মিঠি ওরফে অভিনেত্রী লাভলি তা বলাবাহুল্য। জীবনে প্রথম হোক বা দ্বিতীয়, মুখ্য হোক বা পার্শ্ব যে কোনও চরিত্রই যে অভিনয়ের প্রতিভা দিয়ে মানুষের প্রিয় হয়ে ওঠা যায় তা প্রমাণ করে দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর তরফে পরবর্তীতে অভিনয়ে কী কী চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য তা জানতে হলে টিভির পর্দায় চোখ রাখতে হবে।