Soumitrisha Kundu: “অনুরাগীদের সঙ্গে নেই রক্তের সম্পর্ক!”, কোন প্রসঙ্গে ফ্যানেদের সম্পর্কে এমন বললেন মিঠাই?

জয়ীতা সাহা, কলকাতা: নেই কোনও রক্তের সম্পর্ক তবুও তাঁরা ভালোবাসেন। বিনা কারণে এত প্রশংসা এবং ভালোবাসা পান খুব কম মানুষই। তবে যাঁরা পান তাঁরা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী। এই পৃথিবীতে টাকা অনেকেই খুব বেশি পরিমাণে অর্জন করেন অনেকেই তবে বিনা স্বার্থে ভালোবাসা? না তা পাওয়া কার্যত সহজ নয়। তবে এই কঠিন কাজটাকেই একপলকে সত্যি করেছেন যিনি তিনি হলেন মিঠাই ওরফে বর্তমানে সকলের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।
জি বাংলায় সম্প্রচারিত মিঠাই ধারাবাহিকটি বর্তমানে টিআরপি লিস্টে সর্বদাই শীর্ষে টেক্কা দিতে পারছেনা অন্য ধারাবাহিক গুলি। মোদক বাড়ির হল্লাপার্টি আর মিঠাইয়ের উচ্ছেবাবুর কেমিস্ট্রি মন কেড়েছে সকলের। মনোহরার প্রানকেন্দ্রে রয়েছে মিঠাই ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। রিয়েল লাইফে অত্যন্ত অসুস্থ অবস্থায়ও দর্শকদের মন কেড়েছেন তিনি। তাঁর অভিনয় আপ্লুত করেছে দর্শকদের। দর্শকরা তাঁকে কতটা পছন্দ করেন তা তাঁর কথায় স্পষ্ট।সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ” আমার অনুরাগীদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই কিন্তু তবু আমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসেন ওঁরা। ওদের অনুরাগী বলা হয়তো ঠিক হবে না। কারণ ওঁরা আমার একটা বিরাট বড় পরিবার। আমাকে দেখার জন্য ওঁরা অসুস্থ শরীর নিয়ে স্টুডিয়োর বাইরে অপেক্ষা করেন। এরকম নিঃস্বার্থ ভালোবাসা কোথায় পাব”?
অর্থাৎ অনুরাগীরা যেমন তাঁকে পছন্দ করেন তিনিও যে তাঁদের তাঁর নিজের মনে করেন। এটিও যে তাঁর একটি বড় পরিবার তা বলাবাহুল্য। মিঠাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে গাঁটছড়া, আলতা ফড়িং এর মতো ধারাবাহিক গুলিও গল্পে আনছে একের পর এক টুইস্ট। টাআরপি লিস্টে সেরার সেরা হওয়ার জন্যই মুলত তাঁদের এই কৌশল। মিঠাই তার পরবর্তী পর্বে কি কি চমক নিয়ে হাজির হয় তা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টিভির পর্দায়।