Tollywood: দজ্জাল শাশুড়ি থেকে স্বামীর দ্বিতীয় বউ! টলিউডের এই খল নায়িকাদের দেখলে আঁতকে উঠবেন আপনিও

জয়ীতা সাহা, কলকাতা: বাংলা চলচ্চিত্র হোক বা ধারাবাহিক প্রায়শই সেটি জনপ্রিয়তা পায় খল চরিত্রের জন্য। নানান কটুক্তিতে ভরা এই খল চরিত্রই আসলে ধারাবাহিকের প্রাণকেন্দ্র বলা চলে। কখনও বা তিনি বন্ধু, শাশুড়ি,বরের বান্ধবীও হয়ে থাকেন। আসলে বর্তমানে মানুষ বির্তকিত জিনিস দেখতে বেশি পছন্দ করেন। তাই নির্মাতারাও সেইসব দৃশ্য বেশি করে দেখান। তবে সব খল চরিত্রই যে সবসময় খলচরিত্রে অভিনয় করেছেন তা নয় কখনও কখনও তাঁদের পজিটিভ চরিত্রেও দেখা মিলেছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন খলনায়িকাদের দেখলে ভয়ে আতকে ওঠেন মানুষ। কারাই বা এতটা দাপটের সঙ্গে খলচরিত্রে অভিনয় করে চলেছেন।
নন্দিনী চ্যাটার্জী:
তাঁকে দেখলেই দর্শক বুঝে জান কুটকাচালিতে দারুণ অভিনয় করবেন তিনি। তবে এমনটাই নয় যে শুধুমাত্র নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সংখ্যাটা খুবই কম তবুও বেশ কিছু পজিটিভ চরিত্রেও তাঁকে দেখেছেন দর্শকরা। একসময়ের জনপ্রিয় ধারাবাহিক অপরাজিতা অপু-তে আন্টি টু এবং খেলনা বাড়ি ধারাবাহিকে নায়কের মায়ের চরিত্রে খলঅভিনেত্রী হিসেবে দেখা মিলেছে তাঁর।
অঞ্জনা বসু:
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও লাইমলাইটে খলঅভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত তিনি। অভিনেত্রী অঞ্জনা বসু বর্তমানে পিলু ধারাবাহিকে অভিনয় করেছেন। একেবারে গোড়ায় বেশ অনেক ধারাবাহিকে তাঁকে পজিটিভ চরিত্রে দেখা গিয়েছে । পজিটিভ চরিত্র হিসেবে বেশ প্রসংশাও পেয়েছেন তিনি। তবে বর্তমানে নেগেটিভ চরিত্রে একটু বেশিই দেখা মিলছে তাঁর।
চান্দ্রেয়ী ঘোষ:
বিগত চোদ্দো বছরেরও বেশি সময় ধরে দর্শকদের উপহার দিয়েছেন নানা অভিনয়। এককথায় বলতে গেলে খলচরিত্রের নায়িকা বলতে গেলে যার নাম সবার আগে তালিকায় উঠে আসে তিনি হলেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। বর্তমানে গৌরি এলো ধারাবাহিকে ‘শৈল মা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। বেহুলা-তে মনসা সহ কিরণমালা, দেবীপক্ষ বিভিন্ন ধারাবাহিকে তাঁর জুড়ি মেলা ভার।
রূপাঞ্জনা মিত্র:
বর্তমানে অভিনেত্রী অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করছেন। এই ধারাবাহিকে দীপার শাশুড়ি মায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। তাঁর এই চরিত্রের একদিকে যেমন রয়েছে নেগেটিভ দিক ঠিক তেমনই রয়েছে পজিটিভ দিকও। দীপাকে প্রথমে চরম অপছন্দ করে নানা কটুক্তি করলেও পরবর্তীকালে তাঁকে মায়ের স্নেহে ভরিয়ে দিচ্ছেন তিনি।
শাওন দে:
অভিনেত্রী একই সঙ্গে দু’টি চরিত্রও সামলেছেন একসময়। তবে একটি পজিটিভ একটি নেগেটিভ। সম্প্রতি শেষ হয়েছে মন ফাগুন ধারাবাহিক। সেখানে তাঁকে ভয়ঙ্কর খল চরিত্রে দেখা গেলেও দ্বিতীয়টি অর্থাৎ গাঁটছড়া ধারাবাহিকে তিনি ছোট পিসিমণির চরিত্রে অত্যন্ত একটি পজিটিভ চরিত্রে অভিনয় করছেন।