Mithai: ডেলিভারি বয় সিদ্ধার্থ! সংসারে হাল ফেরাতে অনলাইনেই মিষ্টি বিক্রি করছে মোদক পরিবার

জয়ীতা সাহা, কলকাতা: মানুষ এখন পুরানো জিনিসেও নতুনত্ব দেখতেই বেশি পছন্দ করেন। একান্নবর্তী পরিবারের গল্প টিভি ধারাবাহিকে নতুন নয়। তবে নতুন কী এমন তার জন্য মিঠাই ধারাবাহিক সকলের এতটা মন কেড়েছে? আসলে মিঠাই ধারাবাহিকটি আর পাঁচটা ধারাবাহিকের মতো কুটকাচালি নয়। একান্নবর্তী পরিবার হলেও নেই শাশুড়ি বউমার বিরোধ। নেই একে অপরকে ছোট করে রাখা। আছে শুধু আনন্দ, খুশি আর একসঙ্গে বাঁচার লড়াই। এবার মিঠাই অনলাইন মিষ্টি বিক্রি করেই আবারও নজির গড়ল দর্শকমহলের কাছে।

ইতিমধ্যেই মিঠাই ধারাবাহিক টাভির পর্দায় দেড় বছর অতিক্রম করে ফেলেছে। তবুও যেন একের পর এক নতুন টুইস্ট কিছুতেই দর্শকদের চোখ ফেরাতেই দিচ্ছে না ধারাবাহিক থেকে। কিছুটা খবরের কাগজে অ্যাঙ্কর স্টোরির মতো। অর্থাৎ রোজকার সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজের প্রথম পৃষ্ঠাটি ওল্টানোর মুহূর্তে সেই প্রথম পৃষ্ঠায় একেবারে নীচে থাকা খবরটি যেন বলে ‘ না পৃষ্ঠা উল্টিও না এই খবরটিতে চোখ রেখে আরও পড়ো।’ ঠিক তেমনই মিঠাই ধারাবাহিকও একই রকম হয়ে উঠেছে দর্শকদের কাছে। img 20220914 175443ধারাবাহিকটিতে মিঠাই আর তাঁর উচ্ছেবাবুর খুঁনশুটি, কেমিস্ট্রি মনোহরার সকলকে নিয়ে মেতে থাকা যেন আজ ২০২২ সালে দাঁড়িয়ে ছোট ফ্ল্যাট আর ছোট পরিবার গুলিকে বুঝিয়ে দেয় একসঙ্গে থাকার আনন্দ কতখানি। বুঝিয়ে দেয় কুটকাচালি নয় একে অপরের ভুল শুধরে ভালো মন্দে পাশে থাকাকেই মনুষত্ব বলে। তবে মনোহরা ছাড়তে হলেও ভাড়া বাড়িতেই একসঙ্গে সকলে মিলে লড়ে চলেছে তাঁরা। এবার অনস্ক্রিন অনলাইন মিষ্টি বিক্রি করেই আবারও নজির গড়ল মিঠাই ধারাবাহিক।img 20220914 180918 927সংসারের হাল ধরতে বাড়িতে মিষ্টি তৈরি করে পথে বেরোনোর সিদ্ধান্ত নেয় মিঠাই। তবে তাঁদের নতুন পরিকল্পনা অনুযায়ী অনলাইন মিষ্টি ডেলিভারি শুরু করল তাঁরা। বাংলা ধারাবাহিকে এর আগে এমন ঘটনা বিরল। বাড়িতে বানানো এই মিষ্টি বাড়ির লোকেরাই পৌঁছে দিচ্ছে প্রত্যেক ক্রেতার বাড়িতে। কি সুন্দর ভাবনা বলুন? মিঠাই আর তাঁর পরিবার দর্শকদের জন্য আর কি কি চমক উপহার দেন তা জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়।




Back to top button