Haami 2: ছোট্ট মিষ্টি হামি, বড়দিনেই বাজিমাত! খুব শীঘ্রই পর্দায় ধরা দেবে খুদেদের ‛হামি ২’

জয়ীতা সাহা, কলকাতা: কথিত আছে পৃথিবীর আদি সৃষ্টিকর্তা হলেন বিশ্বকর্মা। আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর শনিবার বিশ্বকর্মা পুজো। মূলত ভারতীয় ক্যালেন্ডার অনুসারে ভাদ্র মাসের শেষ দিন এই পুজো হয়ে থাকে। প্রতিটি স্থপতি থেকে গার্মেন্টস সকলেই এই পুজোতে মেতে ওঠেন। এই পুজোর একটি বিশেষত্ব হল ঘুড়ি। এই পুজোর দিন দুপুর থেকে বিকাল আকাশে উড়তে দেখা যায় রঙ বেরঙের ঘুড়ি। কোথাও বা বিভিন্ন টুর্নামেন্ট হতে দেখা যায়। এবার এই রীতিকেই সঙ্গী করে ‘হামি ২’- এর সকল বাচ্চাদের নিয়ে আজ বেলা ১১ টা থেকে হতে চলেছে ঘুড়ি উৎসব। এই উৎসবটি আয়োজন করেছেন শিবপ্রসাদ এবং নন্দিতার উইন্ডোজ প্রোডাকশন।
টেলিভিশন জগতে কচিকাঁচাদের নিয়ে তৈরি হামি সিনেমাটি খুব অল্প সময়ের মন কেড়েছিল দর্শকদের। আর তার প্রতিবার্তা স্বরূপ আবারও ‘হামি ২’ দেখার জন্য উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন দর্শকমহল। ২০২০ সালে ‘হামি ২’ হওয়ার কথা থাকলেও অতিমারী করোনার প্রভাবে সবটাই পিঁছিয়ে যায়। সূত্রের খবর চলতি বছরের শেষে ক্রিসমাসে প্রেক্ষা গৃহে মুক্তি পাবে ‘হামি ২’ অর্থাৎ বছরের অন্তিম মুহূর্ত যে এবার বিষাদ হবে না আবারও কচিকাঁচাদের ছবিতে মাতবেন দর্শকমহল তা বলাবাহুল্য।প্রসঙ্গত, হামি ছবিতে লাল্টু-র চরিত্র বেশ মন কেড়েছিল দর্শকদের। এবার ‘হামি ২’ -তেও থাকছেন লাল্টু, তবে অন্য কোনও পদবীতে। এর আগেও রামধনু, হামি-তে কখনও তিনি ঔষুধ ব্যবসায়ী কখনও বা আসবাবপত্রের ব্যবসায়ী চরিত্রে অভিনয় করেছেন। তবে এবার লাল্টু-র পদবী সহ কাজেও আসতে চলেছে এক বদল। ‘হামি ২’-র পরিচালক, অভিনেতা শিবপ্রসাদ জানিয়েছেন ‘হামি-র’ সকল সদস্য তথা অভিনেতা থাকছেন ‘হামি ২’-তে সঙ্গে থাকছে একঝাঁক নতুন মুখও। ‘হামি-র’ সিক্যুয়েল ‘হামি-২’-তে থাকছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এক অন্য রূপ সবমিলিয়ে নতুন অনেক কিছুই থাকছে এই ছবিতে।
‘হামি ২’- র শ্যুটিং শুরু করার প্রাক্কালে পরিচালক, অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লাল্টুর একটি ছোট ঝলক শেয়ার করে তাঁর ক্যাপশনে লিখেছিলেন,” পর্দায় আসছে তৃতীয়বার লাল্টু। পদবী ও পেশা রইল চমক। কাল থেকে ‘হামি ২’- র শ্যুটিং শুরু। আর্শীবাদ করুন যেন আপনাদের মন রাখতে পারি। সকলের জন্য রইল অনেক হামি।” এই ‘হামি ২’-র শিবপ্রসাদ এবং নন্দিতার উইন্ডোজ প্রোডাকশনই এবার হামির সকল বাচ্চাদের জন্য বিশ্বকর্মা পুজোর দিনই আয়োজন করেছে একটি ঘুড়ি উৎসবের। হামি ছবিতে দুটি বাচ্চার অসম্ভব সুন্দর বন্ধুত্ব এবং অভিনয় বাঙালির মনে এক অন্য সাড়া ফেলেছিল। আসতে চলেছে ‘হামি ২’ এখন প্রক্ষাগৃহে তার মুক্তিতেই দিন গুনছেন দর্শকমহল।