Soumitrisha: গোপাল ভক্ত মিঠাই, জাঁকজমক ভুলে রাধার সাজেই কোমর দোলালেন অভিনেত্রী, রইল ভিডিয়ো

জয়ীতা সাহা, কলকাতা: জনপ্রিয়তার শীর্ষে থাকা বাংলা ধারাবাহিক মিঠাই চলতি সপ্তাহে নেমে এসেছে তালিকার পঞ্চম স্থানে। মন খারাপ অনুরাগীদের। কিন্তু টাআরপি লিস্টে ওঠাপড়া তো চলতেই থাকবে নিজেকে খুশি রাখাই সৌমি অর্থাৎ মিঠাইরানি-র জীবনের মূল মন্ত্র। সম্প্রতি বাবার কাছ থেকে পুজোর উপহার হিসেবে পেয়েছেন আইফোন ১৪ প্রো ম্যাক্স। তাঁর এই আইফোন উপহার পাওয়ার ভিডিও পোস্ট করা মাত্রই কার্যত সাড়া পড়ে গিয়েছে নেটপাড়ায়। সকলের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা ওরফে মাঠাই যে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যকটিভ তা বলার অপেক্ষা রাখে না। তাঁর পোস্ট করা ভিডিও ছবি বেশ পছন্দ করেন দর্শকমহল। কিন্তু জানেন কি সকলের প্রিয় মিঠাই শাড়ি ছেড়ে অন্য পোশাকে কার প্রেমে মেতে উঠেছেন?
সম্প্রতি একটি হলুদ রঙের স্কুটিও কিনেছেন মিঠাই। তারপরই বাবার থেকে আইফোন উপহার পেয়ে আবেগে ভাসছেন মিঠাই। সম্প্রতি নেটমাধ্যমে সকলের প্রিয় এই অভিনেত্রীকে দেখা গিয়েছে এক নতুন রূপে। মিঠাইরানি তাঁর উচ্ছেবাবুকে ছেড়ে কৃষ্ণ প্রেমে মজেছেন। শাড়ি, গয়না ছেড়ে রাধার পোশাকে কৃষ্ণ প্রেমের গানের তালে নৃত্য পরিবেশনে মেতেছেন তিনি। তাঁর এই ভিডিওটি পোস্ট করা মাত্রই কমেন্টে ভরিয়ে দিচ্ছেন অনুগামীরা। কেউ লিখেছেন “মিষ্টি একটা পুতুল”, কেউ লিখেছেন “অপূর্ব”, আবার কারও বক্তব্য ” কৃষ্ণের রাধা”। পোস্টটির ক্যাপশনে সৌমি লিখেছেন “কৃষ্ণ কৃষ্ণ”।পরণে নানা রঙের কাপড়ে একত্রে তৈরি ঘাঘরা, মাথায় গোলাপী ওড়না। সোনালী গয়না ছেড়ে অক্সিডাইসের বা রূপো রঙের গয়নায় অপরূপ লাগছে তাঁকে। হাতে রয়েছে পোশাকের সঙ্গে মানানসই নানান রঙের চুড়িও। সবমিলিয়ে এ যেন সত্যিই ‘কৃষ্ণ প্রেমে মাতোয়ারা’ রাধা। টিআরপি লিস্টে শীর্ষ থেকে পঞ্চমে এলেও কমেনি আনন্দে থাকার অভ্যাস। তাঁর এই সাজের সঙ্গে অপরূপ নৃত্য পরিবেশন করেছেন অভিনেত্রী সৌমিতৃষা। মিঠাইরানি কি তবে তাঁর উচ্ছেবাবুকে ছেড়ে কৃষ্ণ প্রেমেই মেতে থাকবেন? শাড়ি আর গয়না ছেড়ে রাধার পোশাকেই কি মন মাতাবেন দর্শকদের? এসব প্রশ্নই এখন উঠে আসছে অনুগামীদের তরফে।