Nabanita-Rajdeep:ওগো বধূ সুন্দরীর পর ছোট পর্দায় ফের রাজদীপ, নবনীতার সঙ্গে বাঁধবেন জুটি, সিরিয়ালের নাম কী?

জয়ীতা সাহা, কলকাতা: বলিউডের সঙ্গে টলিউডের ছবি চিরকালই টেক্কা দিতে ব্যস্ত। এর পাশাপাশি নতুন নতুন ধারাবাহিকে নতুন জুটিতে নজড়কাড়েন অভিনেতা অভিনেত্রীরা। বাংলা ধারাবাহিকে কে কার বিপরীতে অভিনয় করছেন সেটি দর্শকদের সেই ধারাবাহিকের প্রতি ভীষণ ভাবে আকৃষ্ট করে। তাই কোনও ধারাবাহিক সম্প্রচার হওয়ার আগে তার ট্রেলার দেখেই বেশিরভাগ মানুষই খুব বেশি পরিমাণে আকৃষ্ট হন সেই নতুন ধারাবাহিকের প্রতি। টেলিভিশনের পর্দায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক। সাহানা দত্ত্বের তত্ত্বাবধানে ধারাবাহিকটির নায়ক নায়িকাও নির্বাচন হতে চলেছে।

সালটা ২০০৯ স্টার জলসার এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী’। ধারাবাহিকটিতে জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর বিপরীতে প্রধান নায়কের চরিত্রে বাংলা টেলিভিশন জগতে আত্মপ্রকাশ ঘটে আজকের সকলের প্রিয় অভিনেতা রাজদীপ গুপ্তের। তারপর বেশ কয়েকটি বাংলা ধারাবাহিকে অভিনয় করে মন কেড়েছেন দর্শকদের। বিগত ৫ বছর বাংলা ধারাবাহিকে বিরতি নিলেও আবারও পর্দায় ফিরছেন অভিনেতা রাজদীপ। এই পাঁচ বছর বাংলা ধারাবাহিক থেকে বিরতি নিলেও মূলত ওয়েব সিরিজে এক চেনা মুখ হয়ে ওঠেন রাজদীপ। img 20220921 131953অন্যদিকে অভিনেত্রী নবনীতা দাস ২০১৮ সালে বাংলা ধারাবাহিক ‘অর্ধাঙ্গিনী’ এবং চলতি বছরেই ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ দেবী তারার ভূমিকায় অভিনয় করে মন কেড়েছেন দর্শকদের। সূত্রের খবর, খুব শীঘ্রই অভিনেত্রী আবারও পর্দায় ফিরছেন। সাহানা দত্ত্বের তত্ত্বাবধানে নতুন ধারাবাহিকটিতে অভিনেত্রী নবনীতা এবং অভিনেতা রাজদীপ-কে পরস্পরের বিপরীতে দেখা যাবে। তবে ধারাবাহিকটির নাম বা কি নিয়ে তা এখনও জানা যায়নি। গুঞ্জন শোনা যাচ্ছে ধারাবাহিকটি আর পাঁচটা ধারাবাহিক থেকে একটু অন্য ধাঁচের হতে চলেছে। সেই অনুযায়ী নবনীতা এবং রাজদীপের চরিত্রেও কিছুটা বদল আসতে চলেছে। এই ধারাবাহিকে খুব শীঘ্রই নবনীতা এবং রাজদীপের চরিত্রের লুক সেট হবে বলে জানা গিয়েছে।

 

 




Back to top button