soumitrisha kundu: একেবারে মিষ্টি দম্পতি, মনোহরার প্রতি দেওয়ালে নতুন রঙ দিতে ব্যস্ত আদৃত-মিঠাই

প্রত্যুষা সরকার, কলকাতা: জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ ( Mithai )। শুরু থেকেই ধারাবাহিকটি দর্শকের কাছে অত্যন্ত জনপ্রিয়। ধারাবারিকের প্রতিটি চরিত্র গুলকেই খুবই পছন্দ করেন দর্শকেরা। তবে এদের সবার মধ্যে সব থেকে বেশি পছন্দের চরিত্র হল সিড-মিঠাইয়ের। ভালবেসে সবাই তাঁদেরকে সিধাই বলেই ডাকে। শুধু ধারাবাহিকে নয় রিয়েল লাইফেও সিধাইকে একসঙ্গে দেখতে ভাল বাসেন দর্শক। রিল লাইফে সিধাইয়ের ( Soumitrisha kundu ) মিষ্টি সম্পর্ক থাকলেও বাস্তব জীবনে তাঁদের সম্পর্ক একে বারেই উল্টো।
এর আগেও বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করলেও মিঠাই থেকে পরিচিতি হয়েছে সৌমিতৃষা কুণ্ডু ( Soumitrisha kundu )। এই ধারাবাহিকের পর ফ্যান-ফলোয়ারসও বেড়েছে তাঁর। একই ভাবে এই ধারাবাহিকের পরই ব্যাপক জনপ্রিয়তা পায় অদৃত। রিয়েল লাইফে তাঁদের মধ্যে যতই রেষারেষি থাক না কেনও পর্দার সামনে সে কথা একেবারেই বুঝতে দেন না তাঁরা কেউই। টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ দু’জনেই। সম্প্রতি সৌমিতৃষা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করলেন একটি ভিডিও।
সামনেই পুজো। পুজোর আগে তাই জমে উঠেছে কেনাকাটা। কোথা থেকে কী কিনবেন, কোথায় পাবেন কত ডিস্কাউন্ড এসবই জানাতে প্রতিবারের মতো মেতে উঠেছেন তারকারা। তাই অন্য তারকাদের মতো এবার বাদ পরেননি সকলের প্রিয় সিধাইও। পুজোর মরশুমে এবার একসঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট সুট করল অদৃত সৌমিতৃষা ( Soumitrisha kundu )। তবে জামা কাপড় নয় সামনে আসল একেবারে নতুন কিছু নিয়ে।
এশিয়ান পেইন্টের নতুন প্রডাক্টের বিজ্ঞাপন দিতে হাজির হয়েছেন সিধাই। ধারাবাহিকের মতোই মিষ্টি গলাই বিজ্ঞাপন দিচ্ছেন তাঁর। প্রতিবারের মতো এবারও খুবই সুন্দর দেখাচ্ছে তাঁদের একসঙ্গে। মিঠাই ( Soumitrisha kundu ) ওরফে সৌমিতৃষার পরনে গোলাপি রঙের শাড়ি, গলাই সালা রঙের নেকলেস। গোলাপি শাড়িতে মিষ্টি দেখাচ্ছে তাঁকে। অন্যদিকে সিদ্ধার্থ ওরফে অদৃতের পরনে গোলাপি রঙের পাঞ্জাবি সঙ্গে মিষ্টি রঙের একটা পাজামা। দু’জনে একেবারে এক সাজে। এক কথায় যাকে বলে রঙ মিলান্তি।
View this post on Instagram
ভিডিও দেখে তাঁদের ভক্তরাও একের পর এক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “পিঙ্কি পাতি পাত্নী”। অন্য একজন মন্তব্য করেছে, ” দুজনকে একেবারে রসগোল্লা আর কমলাভোগ লাগছে, মিষ্টি”, অনেকে ভিডিওটা পোস্ট করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছে। আবার অনেকেই তাঁদের উদ্দেশ্য মন্তব্যের মাধ্যমে রাশিরাশি ভালবাসা পাঠিয়েছে।