Mithai: টিআরপির পতন থেকে ব্যবসার ক্ষতি! পারিবারিক ছবি দিয়ে কি বাজিমাৎ করবে মিঠাই?

মিঠাই’ ( Mithai ) বাংলা ধারাবাহিকের ধারায় জোয়ার এনেছে। একান্নবর্তী পরিবারের সেই যৌথ ছবিটা একই ভাবে টিভি পর্দায় ধরে রেখেছে মিঠাই ধারাবাহিক।চারিদিকে যখন ‘নিউক্লিয়ার ফ্যামিলি’র ধারা অবিচ্ছিন্ন গতিতে বইছে,মিঠাই সেখানে একেবারেই ব্যতিক্রমী। ধারাবাহিকের মুখ্য চরিত্রের পাশাপাশি অন্যান্য চরিত্রগুলোও দাগ কেটেছে সিরিয়াল প্রেমীদের মনে। মিঠাই পরিবারকে একেবারে ছাতার নীচে রেখেছেন সিদ্ধেশ্বর মোদক অর্থাৎ দাদাই। তিনি পরিবার ও ব্যবসায় প্রধান মুখ। তবে সম্প্রতি ধারাবাহিকের জনপ্রিয়তা পড়েছে প্রশ্ন চিহ্নের মুখে। এদিকে সিরিয়ালের অভ্যন্তরেও চলছে ব্যবসায়িক গলযোগ।আর সবকিছু চাপা দিতে আবার হাতিয়ার করল পরিবারকেই।

পরিবারকেই সামনে রেখে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে চলেছে মনোহরা পরিবার। এদিকে প্রমিলা লাহার চক্রান্তে মুখ পড়েছে মোদক পরিবারের । মিষ্টির অর্ডার হচ্ছে হাতছাড়া। ব্যবসায়িক ক্ষয়ক্ষতি মাত্রাধিক। আর সেখানেই এবারে তাদের আবার ও মূল থিম পরিবার। এজন্য এবার তৈরি হতে চলেছে সিনেমার মধ্যে সিনেমা। সমগ্র পরিবারকে সামিল করে চলছে ভিডিও শ্যুটিং। সেই ভিডিওর থিম পরিবার , প্রধান মুখ সিদ্ধেশ্বর মোদক।
img 20220924 120321
সবাই সেজে উঠছে লাল-সাদা শাড়ি ও পাঞ্জাবিতে। সিডের হাতে গিটার। ব্যাকগ্রাউন্ডে চলছে কাশের বন। আগমনীর আবাহন। পুজোর নতুন গানের শুটিং। রাতুল, শ্রী, নিপা, রুদ্র, রাজীব, সিদ্ধার্থ,মিঠাই থেকে বাড়ির দাদাই-ঠাম্মি। সকলেই মাতল নাচে গানে।
img 20220924 122202
তবে এখানেই এসেছে ইতিবাচক মন্তব্য। সকলেই বলেছে , অনলাইন ব্যবসা থেকে ব্যবসা বাণিজ্যের উন্নতির রাস্তাও দেখিয়েছে মোদক পরিবার। এইখানেই অভিনবত্ব দাবি মিঠাই প্রেমীদের। বাকি টেলিভিশন সিরিয়ালে যখন নেতিবাচকতার ছড়াছড়ি সেখানে মোদক পরিবার লড়ছে তাদের যৌথ লড়াই।




Back to top button