Srijit-Mithila: পাশে নেই স্ত্রী, নেই কোনও উপহারও! ৪৫তম জন্মদিন কীভাবে কাটালেন সৃজিত মুখোপাধ্যায়?

মন্টি শীল, কলকাতা: হাজারও পথ পেরিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ( Srijit Mukherji )। অর্থাৎ গত ২৩শে সেপ্টেম্বর ছিল টলিউড পরিচালকের ৪৫তম জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষ্যে টলিপাড়ার এই অতিব প্রিয় পরিচালকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে ব্যস্ত নামীদামি তারকারা। এমনকী সোশ্যাল মিডিয়াতেও সেই একই চিত্র ধরা পড়ল। কিন্তু জানা গিয়েছে, এই বছরের জন্মদিনটা পরিচালক পরিবারের থেকে দুরে গিয়ে কাটাচ্ছেন। অপরদিকে অভিনেত্রী রফিয়াদ রশিদ মিথিলা ( Rafiath Rashid Mithila ) তাঁর মেয়েকে নিয়ে একাই উজ্জাপন করলেন এই বিশেষ দিনটি।
সূত্র অনুযায়ী, গত দু’বছর আগে তাহসানের প্রাক্তন স্তী রফিয়াদ রশিদ মিথিলা’র ( Rafiath Rashid Mithila ) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ( Srijit Mukherji )। শোনা যায়, তাঁদের প্রেম এবং বিয়ে এই সমস্তকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ নজরে এসেছিল অনুরাগীদের মাঝে। যদিও এর অন্যতম কারণ হল, একদা বিনোদন জগতের একাধিক নামীদামি অভিনেত্রীদের সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নাম জড়াতে দেখা গিয়েছে। কিন্তু সেই সম্পর্কের একটিও বিয়ের পিঁড়ি পর্যন্ত এসে পৌঁছাতে পারেনি। আর ঠিক এই প্রেক্ষিতে মিথিলা’র সঙ্গে সৃজিতের সম্পর্ক আলোচনা এক অন্য মাত্রা ছাড়িয়ে যেতে চলেছিল তা বলাই যায়।
তবে বিয়ে সম্পূর্ণ হলেও সেভাবে নিজের সংসার গুছিয়ে উঠতে পারেননি এই পরিচালক। সূত্র অনুযায়ী, এর নেপথ্যে যদিও অন্যতম কারণ তাঁদের পেশাগত জীবন। জানা গিয়েছে, বিগত দু’মাস যাবৎ আসন্ন সিনেমার শ্যুটিংয়ের কাজে শহরের বাইরে প্রস্থান করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর সেই জন্যই কোনও বিশেষ পরিকল্পনা গড়ে তুলতে পারেননি স্ত্রী মিথিলা। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘যদি তিনি মুম্বাইতে থাকতেন তবে সে নিশ্চয়ই কিছু না কিছু পরিকল্পনা করতে পারতেন। কিন্তু তিনি এই মুহূর্তে শিলংয়ের কোন প্রান্তে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন জানা নেই।’
তবে জানা গিয়েছে, মেয়ে আইরা তাঁর বাবার জন্মদিন উপলক্ষ্যে একটি কার্ড বানিয়েছেন, অপরদিকে স্ত্রী মিথিলা রাত বারোটার সময় গিটারে সুর তুলে স্বামী সৃজিত মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কিন্তু স্বামী না থাকলেও তাঁর জন্মদিনে একেবারে কব্জি ডুবিয়ে মাংস-ভাত খেয়েছেন স্ত্রী মিথিলা। বলে রাখা ভাল, খুব সম্প্রতি মুক্তি পাওয়া জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’এ এক বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী মিথিলা’কে। শুধু তাই নয়, খুব শীঘ্রই পরিচালক রাজর্ষি দে পরিচালিত সিরিজ ‘মায়া’তে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। সব মিলিয়ে এদিন পরিচালকে জন্মদিনকে কেন্দ্র করে দিনভর সরগরম হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া তা বলাই যায়।