Madhuri Dixit: বেইজ ফুল আনারকলি স্যুট পরে ‘মাজা মা’র প্রচারে মাধুরী দীক্ষিত! জানেন কি তাঁর দাম কত?

মন্টি শীল, কলকাতা: খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit ) অভিনীত ওয়েব সিরিজ ‘মাজা মা’ ( Maja Ma )। যার প্রচার ইতিমধ্যেই জোরকদমে শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সূত্র অনুযায়ী, বহুল চর্চিত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘ধাক ধাক’ গার্লের এই আসন্ন ওয়েব সিরিজটি। জানা গিয়েছে, ‘মাজা মা’ ( Maja Ma ) অভিনেত্রী একজন নৃত্যশিল্পীর ভুমিকাতে পর্দায় ধরা দিতে চলেছেন। যা এক ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে নেটনাগরিকদের।

তবে আসন্ন এই ওয়েব সিরিজ মুক্তি পাওয়ার আগেই নেটনাগরিকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit )। যদিও এই আলোচনার অন্যতম কারণ অভিনেত্রীর সাজ পোশাক। সূত্র অনুযায়ী, এদিন ‘মাজা মা’র প্রচারে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত ( Madhuri Dixit )। তাঁর পরণে ছিল একটি ডিজাইনার আনারকলি স্যুট, সঙ্গে ছিল ম্যাচিং জুতো এবং ওড়না। জানা গিয়েছে, অভিনেত্রীর পরিহিত আনাড়কলি সেটটির দাম প্রায় ১লক্ষ ৩৪ হাজার ৯৯৯ টাকা। যা শোনার পর রীতিমত চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের।

24c52

 

View this post on Instagram

 

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene)


সূত্র অনুযায়ী, ধাক ধাক গার্লের এই পোশাকটি নির্বাচন করছেন ডিজাইনার অর্চনা জাজূ। যদিও এটাই প্রথম নয়, এর আগে একাধিকবার অভিনেত্রীকে বহু মূল্যবান পোশাক পড়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতে দেখা গিয়েছে। ইদানিং অভিনেত্রী তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন, যেখানে তাঁকে দেখা গিয়েছিল একটি মাল্টি কালারের ডিজাইনার লেহেঙ্গা পড়ে ছবি পোস্ট করতে। যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন ‘মাজা মা’। ছবিটি দেখার পর রীতিমত মুগ্ধ হয়ে যায় তাঁর অনুরাগী মহল।

 

View this post on Instagram

 

A post shared by Madhuri Dixit (@madhuridixitnene)

বলে রাখা ভাল, বিগত বেশ কয়েক বছর বিনোদন জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। কিন্তু খুব সম্প্রতি সেই বিরতি কাটিয়ে বহুল আলোচিত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল অভিনেত্রী মাধুরী দীক্ষিত অভিনীত ওয়েবসিরিজ ‘দ্য ফের গেম’। যেখানে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। যা মুক্তি পাওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে। যার সফলতার পর ফের অভিনেত্রী তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ ‘মাজা মা’ নিয়ে দর্শকদের সামনে হাজি হতে চলেছেন। জানা গিয়েছে, মাধুরী দীক্ষিত ছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন অভিনেতা ঋত্বিক ভৌমিক এবং বরখা সিং।




Back to top button