Honey-Sweta: পর্দায় এবার নতুন জুটি! শ্বেতার সঙ্গে অনস্ক্রিন জুটি বাঁধছেন ‘কাদম্বিনী-র’ দ্বারকানাথ

জয়ীতা সাহা, কলকাতা: টিভি সিরিয়াল হোক বা সিনেমা বেশিরভাগ অভিনেতাকেই জীবনের সিঁড়িতে উপরে উঠতে দেখা গিয়েছে খুব কম সময়েই। ঠিক তেমনই দেখা গিয়েছে উল্টো চিত্রও। কখনও বা সেই অভিনেতা বা অভিনেত্রী-র জনপ্রিয়তা গিয়ে ঠেকেছে একেবারে তলানিতে। ইন্ডাস্ট্রি বড়ই বিচিত্র জায়গা। হোক না সে বাংলা বা অন্য ভাষার ইন্ডাস্ট্রি ধরণটা কিন্তু বেশ একই। নতুন ধারাবাহিক মানেই নতুন জুটি। আর এই নতুন জুটির উপর ধারাবাহিকটি মানুষ কতটা পছন্দ করবেন তার বেশিরভাগটাই নির্ভর করে। দর্শকদের চেনা মুখ, পছন্দের জুটি হলেই আর গল্পে নতুনত্ব থাকলেই সেই ধারাবাহিক বেশ কিছুটা এগিয়ে থাকে টিআরপি লিস্টে। এমনই একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে সুশান্ত দাসের প্রযোজনা সংস্থার হাত ধরে। এই নতুন ধারাবাহিকটি আসতে চলেছে সুশান্ত দাসের ‘উমা’ ধারাবাহিকটি যে চ্যানেলে সম্প্রচারিত হত সেখানেই।
টেলিভিশন জগতে খুব বেশিদিন যাত্রা শুরু হয়নি তাঁর। তবে এই কম সময়ের বাংলা ধারাবাহিকে অভিনয় দিয়ে মন কেড়েছেন দর্শকদের। তিনি হলেন অভিনেতা হানি বাফনা। ২০১৫-তে ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ তাঁর। এরপর ২০১৬-তে ‘ভক্তের ভগবান শ্রী কৃষ্ণ’, ২০১৭-তে ‘বকুল কথা’,২০২১-এ ‘গ্ৰামের রানি বীনাপানি’, ২০২১-এ ‘ প্রথমা কাদম্বিনী’ সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা হানি বাফনা। ওটিটি প্ল্যাটফর্মে চলতি বছরেই ‘বোধন’ নামে একটি শর্ট ফিল্মেও ছিলেন অভিনেতা হানি। এবার সুশান্ত দাসের প্রযোজনা সংস্থার সঙ্গে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য-র বিপরীতে নতুন ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা হানি বাফনা-কে।সালটা ২০১০ ছোট পর্দায় ‘সিঁদুরখেলা’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ ঘটেছিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য-র। তারপর কেটে গিয়েছে এক দশক। বদলেছে সময় বদলেছে মানুষের চাহিদাও। সবকিছুর মধ্যেও দর্শকদের বেশ কিছু ধারাবাহিক উপহার দিয়েছেন আজকের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা। প্রসঙ্গত এই এক দশকে চিত্রনাট্যকার স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনাতেই দেখা গিয়েছে অভিনেত্রী শ্বেতাকে। ২০১৪-তে ‘তুমি রবে নীরবে’, ২০১৬-তে ‘জড়োয়ার ঝুমকো’, ২০১৯-এ ‘কনক কাঁকন’, ২০২২-এ ‘যমুনা ঢাকি’ সহ বিভিন্ন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
২০২২-র প্রথমেই বন্ধ হয়েছে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকটি। এরপরই অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি’ সিনেমায় অভিনয় সম্পূর্ণ হয় তাঁর। সূত্রের খবর, দেব-র বিপরীতে ছোট পর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য-র প্রথম কাজ এই ‘প্রজাপতি’ ছবিটি চলতি বছরের ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০১০ সালে ভেঙ্কটেশ ফিল্মসের সিঁদুরখেলা ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ ঘটলেও। পরবর্তী এক দশক স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনাতেই টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় হন অভিনেত্রী। অভিনেত্রী যে ছোট পর্দায় ফিরছেন তা আগেই জেনেছেন সকলে তবে অন্য এক প্রযোজনা সংস্থার হাত ধরে। এবার তাঁর বিপরীতে অভিনেতা হানি বাফনা থাকছেন। সুশান্ত দাসের প্রযোজনা সংস্থার সঙ্গে শ্বেতা-হানি নতুন ধারাবাহিকে জুটি বাঁধছেন এমনটাই সূত্রের খবর।