Madhuri Dixit: বয়স আটকে কুড়িতেই, ‘ডোলা রে’ গানে ধকধক গার্লের কোমর দোলানোতে ঘুম উড়ল নেটিজেনদের

নাচে তিনি ডান্সিং কুইন, সৌন্দর্যের মাধুরীতে আজও ধকধক হয় আট থেকে আশির মন। আজও হাজার তরুণ তার ঠুমকার চালে জ্ঞান হারান। ভুবন ভোলানো হাসি ঢেউ তোলে আসমুদ্র হিমাচলে। তিনি অভিনেত্রী, বয়সকে আটকে রেখেছেন বিশেই। তিনি মাধুরী দীক্ষিত, ৫৪ পেরিয়েও যার রূপের ঝলকানি সামান্য ম্লান হয়নি। এবার আরও এক যাদুতে মুগ্ধ করলেন দর্শকদের।
সেলেব্রিটি ডান্স রিয়ালিটি শো ঝলক দিখলাজা-র বিচারকাসনে রয়েছেন অভিনেত্রী। মাঝে মধ্যেই ডান্স মুভ করতে দেখা যায় তাকে। তবে যেসব গানে তার নাচ চির সবুজ। সেসব ঝলক দেখে চোখ সরে না কারোরই। আসন্ন এপিসোডে ঝলক দিখলাজার মঞ্চে দু-দশক পুরোনো ম্যাজিক রি-ক্রিয়েট করবেন মাধুরী। আইকনিক সিনেমা ‘দেবদাস’-এর ‘ডোলা রে’ গানে পা মিলিয়েছিলেন ঐশ্বর্য-মাধুরী। দুই বলিউড কুইনের নৃত্যের তালে মুগ্ধ হয়েছিলেন সকল সিনে প্রেমী। আজ ও বিভিন্ন অনুষ্ঠানে জায়গা করে নেয় এই গানের নৃত্যানুষ্ঠান। ঝলকের মঞ্চে মাধুরী আবারও বুঝিয়ে দিলেন ‘পার্বতী’র আজও একটুও বদল হয়নি। অভিনেত্রী অম্রুতা খানভিলকার নিজের কোরিওগ্রাফারের সঙ্গে মাধুরী-ঐশ্বর্যর কালজয়ী নাচকে তুলে ধরেন মঞ্চে। এই পরিবেশনার শেষে নিজেকে আটকে রাখতে পারেননি মাধুরী। মঞ্চে এসে নিজেও নাচের তালে পা মেলালেন।
মাধুরীর নাচের ম্যাজিকে চক্ষুস্হির সকলের। বিচারক করণ জোহর উত্তেজিত হয়ে বলে উঠলেন, ‘এখনও পর্যন্ত ঝলকের সেরা মুহূর্ত’। আজকাল ডান্স দুনিয়ায় জনপ্রিয় নোরা ফতেহি-তো মাধুরীর নাচ দেখে রীতিমতো বাকরুদ্ধ। এই এপিসোডে অপর অতিথি বিচারক হিসাবে হাজির ছিলেন রোহিত শেট্টি।
আসন্ন ‘মাজা মা’ ছবির জন্য বারবার লাইম লাইটে থাকছেন মাধুরী। এই ছবিতে একজন নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন বলিউডের ধক ধক গার্ল। নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ফেম গেম’-এর পর এই ছবিটি মাধুরীর দ্বিতীয় ওটিটি তে অংশগ্রহণ।