Shreema Bhattacherjee: মহালয়ায় নতুন চমক, দেবীর সাজে ‛খড়ি’র দিদি ‛শ্রীমা’কে দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের

প্রত্যুষা সরকার, কলকাতা: সূচনা হয়েছে দেবী পক্ষ। এবার হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তারপরের মা আসবেন ঘরে। তবে তার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে পুজোর তোড়জোড়। সোশ্যাল মিডিয়া জুড়ে ভেসে উঠেছে মা দূর্গার আগমণের উচ্ছাস। ঘুরে বেড়াচ্ছে মা দূর্গার সাজে একাধিক ছবি। তারকা থেকে সাধারণ মানুষ দেববীর সাজে সবাই পোস্ট করছেন তাঁদের ছবি। তবে এবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের ( Shreema Bhattacherjee ) ছবি দেখে অবাক নেটিজেন।

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। বর্তমানে বাংলা প্রথম সারির বিনোদন মূলক চ্যানেল স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি ( Shreema Bhattacherjee )। ধারাবাহিকের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ তিনি। একটি ইউটিউব চ্যানেলও আছে তাঁর। সেখানেই মাঝে মধ্যে ভ্লগ পোস্ট করেন তিনি। মাঝে মধ্যে ইনস্টাগ্রামে ভাইরাল হয় তাঁর রিলস ভিডিয়ো। এবার ফেসবুকে তাঁর পেজ থেকে তিনি পোস্ট করেছেন একটি ভিডিয়ো।

img 20220925 140129

আজ ছিল মহালয়া। দেবীপক্ষের আরাধনা। বাংলা বিভিন্ন বিনোদন মূলক চ্যানেল গুলিতে সম্প্রচারিত হয়েছে মহালয়া ( Shreema Bhattacherjee )। টলিউড থেকে টেলিভিশনের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের সেখানে অভিনয় করতে দেখা গেছে। তবে দ্যূতি ওরফে শ্রীমা ভট্টাচার্যকে কোনও বিনোদন চ্যানেলেই দেখা যায়নি। তাই অনেকেরই মনটা একটু খাবাপ। তবে এবার সবার মন ভাল করে দিল শ্রীমার মা দূর্গার সাজ।

img 20220925 140207

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘আয় গিরি নন্দিনি’। আর গানের সঙ্গে তাঁর ( Shreema Bhattacherjee ) বানানো ভিডিয়োগ্রাফি দেখলে গাঁয়ে কাঁটা দেবে আপনারও। লাল শাড়ি, হাতে খর্গ একেবারে যেন মায়ের রুদ্র রূপ। খর্গ বেয়ে পরছে রক্ত, পিছনে জ্বলছে আগুন। পরক্ষণেই আবার গায়ের আবহণ খুলে তিনি একেবারে গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তাঁর পাশে বসে আছে আরও দুজন। ভিডিয়োর শেষে দেখা গেলও একের পর এক নাম।

img 20220925 151829

ভিডিয়োটি পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই লাইক, কনেন্ট এবং শেয়ারে ভোরে উঠেছে তাঁর ( Shreema Bhattacherjee ) পোস্ট। ভক্তরা তাঁদের কমেন্টের মাধ্যমে ভালবাসার বন্যা বইয়ে দিয়েছেন তাঁর কমেন্ট বক্সে। একজন লিখছেন, “এমন সুন্দর মানানসই মুখ রেখে,,কেন যে শুভশ্রী ঋতুপর্ণা এদের মাদূর্গার অভিনয় করায়!” অন্য একজন লিখছেন, “শুভশ্রী মিমির থেকে অনেক সুন্দর লাগছে তোমায়”। তাঁর এক ভক্ত লিখছেন,” ছোটবেলা থেকে যতবারই মহালয়া দেখছি দেবী দুর্গার এই রুপটা এতটাই মগ্ধ হইছি। কমপক্ষে দশবার দেখলাম ভিডিওটা”।




Back to top button