Ei Poth Jodi Na Sesh Hoy: খুন্তি হাতে দুর্গা, মহিষাসুর রিনি! ‛এই পথ যদি না শেষ হয়’-এর অসুর দমনে হাসির ফোয়ারা নেটপাড়ায়

মন্টি শীল, কলকাতা: ইতিমধ্যেই মহালয়ার হাত ধরে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজোর শুভারম্ভ হয়ে গিয়েছে। যার দরুণ এখন থেকেই উৎসবের আমেজে হাবুডুবু খেতে শুরু করে দিয়েছেন সকলে। যদিও সমগ্র বাঙালি জাতির এই বিপুল উচ্ছাসকে আরও কয়েক গুণ বৃদ্ধি করেছে জি বাংলা ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ ( Ei Poth Jodi Na Sesh Hoy )। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেত্রী অন্বেষা হাজরা ( Annwesha Hazra ) এবং অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়কে ( Writwik Mukherjee )।

যা ইতিমধ্যেই দর্শকদের মনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আর এই বিপুল জনপ্রিয়তার উপর ভর করেই এই বাংলা ধারাবাহিক প্রকাশ করল তাঁর নতুন প্রোমো। যা প্রকাশ পাওয়া মাত্রই নেটমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এমনকী নেটনাগরিকদের কাছ থেকে আসতে শুরু করেছে বিভিন্ন রকমের মন্তব্য। কিন্তু কী এমন রয়েছে সেই ভাইরাল ভিডিয়োতে। সূত্র অনুযায়ী, ধারাবাহিকের অন্যতম মুখ্য চরিত্র ঊর্মি ওরফে অভিনেত্রী অন্বেষা হাজরা ( Annwesha Hazra ) দেবী দূর্গার রূপ ধারন করেছে।

26c52

অপরদিকে ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের অপর মুখ্য চরিত্র সাত্যকি সরকার অর্থাৎ টুকাই ওরফে অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় ( Writwik Mukherjee ) হয়েছেন উর্মীর সহযোগি এবং এই নাট্যচিত্রে মহিষাসুরের ভুমিকায় দেখা গিয়েছে এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রিনিতা বিশ্বাস অর্থাৎ রিনি ওরফে অভিনেত্রী মিশমী দাস’কে। নেট মাধ্যমে প্রকাশিত হওয়া প্রোমোতে ঊর্মি এবার রিনির একটি পূর্ণাঙ্গ মহিষাসুরমর্দিনী দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু এই মহিষাসুরমর্দিনীর মধ্যেও লুকিয়ে ছিল একটি অভূতপূর্ব হাস্যরস।


এক কথায় বলতে গেলে, দূর্গা রূপী উর্মীর অস্ত্র হিসেবে অভিনেত্রী অন্বেষা হাজরা’র হাতে ছিল সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস। যেমন ত্রিশূলের জায়গায় ছিল লাঠি, তরবারির জায়গায় ছিল ক্রিকেট ব্যাট এবং ঢালের স্থান নিয়েছিল থালা। শুধু তাই নয়, ছিল হাতা, খুন্তি সব কিছুই। এই একই চিত্র ধরা পড়েছে ধারাবাহিকের রিনি ওরফে অভিনেত্রী মিশমী দাসের ক্ষেত্রেও। যা দেখার পর নেটিজেনদের অনেকেই এই চিত্রনাট্যের প্রসংশা করলেও, এমন অনেকেই রয়েছেন যারা রসিকতার ছলে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। বলে রাখা ভাল, বিগত সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী, এই ধারাবাহিক দশম স্থান অর্জন করতে সমর্থ হয়েছে। কিন্তু এই দৃশ্য দেখার পর এই ধারাবাহিক শীর্ষ স্থান অর্জন করতে পারে কি না তাঁর অপেক্ষায় রয়েছে দর্শকদের একাংশ।




Back to top button