Ranbir-Deepika: দুঃখের দিন সাথী সেই প্রাক্তন, দীপিকার কষ্টে পাশে এসে দাঁড়িয়েছিলেন রণবীর কাপূর

মন্টি শীল, কলকাতা: খুব সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor )  অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। যার দরুণ ইতিমধ্যেই বিভিন্ন মহলে বিভিন্ন রকমের আলোচনার সূত্রপাত ঘটেছে। তবে পেশাগত জীবনের সঙ্গে সঙ্গে এই বলিউড অভিনেতা তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করেও একাধিকবার চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন। শোনা যায়,  একদা ঋষি পুত্র রণবীর কাপুর ( Ranbir Kapoor ) বলিউড দিভা দীপিকা পাড়ুকোনের ( Deepika Padukone ) প্রেমে হাবুডুবু খেতে শুরু করেছিলেন। সূত্র অনুযায়ী, বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘বাচনা এ হাসিনো’এর শ্যুটিংয়ের সময় থেকেই পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হতে শুরু করে।

তবে শুধুমাত্র সিনেমা নয়, ‘বাচনা এ হাসিনো’ মুক্তি পাওয়ার পরেও একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে রণবীর এবং দীপিকা’কে। যদিও এই সম্পর্ক বেশিদিন স্থায়ী করেনি। কারণ বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, একদা অভিনেতা রণবীর কাপুর ( Ranbir Kapoor ) দীপিকা পাড়ুকোন’কে ( Deepika Padukone ) প্রতারণা করেছিলেন। যদিও এরপরেও অভিনেত্রী রণবীরকে নিজের ভুল শোধরানোর জন্য আরও একটি সুযোগ দিয়েছিলেন। যদিও শোনা যায়, রণবীর কাপুর সেই সুযোগের সদব্যবহার করে উঠতে পারেননি। যার ফলস্বরূপ ফের প্রতারণা করতে গিয়ে অভিনেত্রীর হাতে ধরা পড়েন অভিনেতা।

27c32

যদিও অভিনেতা রণবীর কাপুরের এই কার্যকলাপ দীপিকার সামনে আসার পর সেই সম্পর্ক আর স্থায়ী করেনি।  শোনা যায়, এই ঘটনার পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের উপর ভীষণ খারাপ প্রভাব ফেলেছিল। এমনকী বিচ্ছেদের পর মানসিক ভাবে অবসন্ন হতেও দেখা যায় এই বলিউড দিভাকে। শুধু তাই নয়, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে তাঁর অবসাদের কথা একাধিক অনুষ্ঠানে প্রকাশ করতে দেখা গিয়েছে। অভিনেত্রীর করা মন্তব্য অনুযায়ী,  তাঁর অবসাদের সময় তাঁকে সবচেয়ে বেশি সহায়তা করেছেন অভিনেতা রণবীর কাপুর।

এক বিশেষ সাক্ষাৎকারে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলেন, ‘রণবীর তাঁকে অবসাদের সঙ্গে লড়াই করে তাঁকে পরাস্ত করতে সহায়তা করেছিলেন।’ বলে রাখা ভাল, অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের বেশ কিছু বছর পর ফের তাঁর সঙ্গে পর্দায় জুটি বাঁধতে দেখা যায় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। যার কারণে ধীরে ধীরে ফের তাঁদের সম্পর্কে তৈরি হওয়া ফাটল মিটতে শুরু করে। তবে ব্যক্তিগত জীবন সম্পর্কিত একাধিক আলোচনার থাকলেও, জানা গিয়েছে খুব শীঘ্রই পর্দায় আসতে চলেছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে তাঁর হাতে একাধিক সিনেমার প্রস্তাব রয়েছে। যার মধ্যে অন্যতম হল ‘ফাইটার’ যেখানে অভিনেতা ঋত্বিক রোশন এবং শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যার দরুণ ইতিমধ্যেই এক অভূতপূর্ব উচ্ছাস নজরে এসেছে তাঁর অনুরাগীদের মধ্যে।




Back to top button