Prosenjit Weds Rituparna: পুজোর পরেই বাঁধবে জুটি, শীতের আমেজে বিয়ের পিঁড়িতে বসবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, প্রকাশ্যে দিনক্ষণ

মন্টি শীল, কলকাতা: অবশেষে বিয়ে করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee ) এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta )। শুধু তাই নয়, ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে বিয়ের তারিখও। সূত্র অনুযায়ী, আগামী ২৫শে নভেম্বর বিয়ে করতে চলেছেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। যদিও এই সংবাদ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন এই দুই টলি তারকা। যা শোনার পর রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সমগ্র নেটমাধ্যমে। এমনকী অনেকের মনেই প্রশ্ন জাগতে শুরু করে, তবে কি সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ( Prosenjit Chatterjee ) এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ( Rituparna Sengupta )?

কারণ, বাস্তব জীবনে এই দুই টলি তারকাই ব্যক্তিগত জীবনে বিবাহিত। তবে সোশ্যাল মিডিয়াতে যে বিয়ের তারিখের কথা ঘোষণা করা হয়েছে তা কেবল রূপোলি পর্দা পর্যন্তই সীমাবদ্ধ। কারণ খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এক নতুন বাংলা সিনেমা। যার নাম ঘটনা চক্রে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ( Prosenjit Weds Rituparna )। সূত্র অনুযায়ী, চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসে এই আসন্ন বাংলা সিনেমার নাম প্রকাশ করা হয়েছিল। কিন্তু এই সিনেমা কোন গল্পের প্রক্ষাপটে তৈরি হতে চলেছে আর কবে থেকেই এর শ্যুটিং শুরু হতে চলেছে তাঁর কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি এই দুই তারকা।

27c42

কিন্তু খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এই আসন্ন বাংলা সিনেমার এক ঝলক প্রকাশ পাওয়ার পর কিছুটা আঁচ পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হওয়া পোস্টার মারফত জানা গিয়েছে, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং সিদ্ধার্থ কুমার তিওয়ারি নিবেদিত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়ত্রী গিল, রাহুল তিওয়ারি এবং সিদ্ধার্থ কুমার তিওয়ারি প্রযোজিত এই আসন্ন বাংলা সিনেমাটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ২৫শে নভেম্বর।

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

বলে রাখা ভাল, বিগত ১৪ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার দিবসে সোশ্যাল মিডিয়াতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত প্রায় একই সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। যেখানে থেকেই ফুটে উঠেছিল প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’র প্রসঙ্গ। এরপরেই ঠিক একটি বিয়ের আমন্ত্রণপত্রের আদলে তৈরি করা মজাদার ভিডিয়ো পোস্ট করেন অভিনেতা। যেখানে এই সিনেমা মুক্তি পাওয়ার দিন ঘোষণা করা হয়। প্রসঙ্গত, এর আগে টলি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে একাধিকবার চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সূত্রপাত ঘটেছে একাধিক জল্পনার। তবে সেই সমস্তকে কাটিয়ে ফের পর্দায় টলি পাড়ার এই সুপারহিট আসার খবর সামনে আসতেই অনুরাগীরা যে ভীষণ উচ্ছাসিত তা এক নজর সোশ্যাল মিডিয়াতে নজর রাখলেই স্পষ্ট হয়ে যাবে।




Back to top button