Dance Dance Junior Season 3: উৎসবের মরশুমে চাঁদের হাট স্টার জলসা, রুক্মিণীর সামনেই কোয়েলের সঙ্গে আনন্দে মেতে উঠল দেব

মন্টি শীল, কলকাতা: সাম্প্রতিক কালে দর্শকদের মাঝে বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা ঠিক কতটা বৃদ্ধি পেয়েছে তা ইতিমধ্যেই প্রমাণিত। তবে কিছু কিছু ক্ষেত্রে সেই বিপুল জনপ্রিয়তাকে ছাপিয়ে গিয়েছে বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত রিয়ালিটি শো। যার মধ্যে এক এবং অন্যতম নাম হল ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’ ( Dance Dance Junior Season 3 )। স্টার জলসার ( Star Jalsha  ) পর্দায় সম্প্রচারিত এই রিয়ালিটি শোয়ের মঞ্চে বিচারকের আসনে দেখা গিয়েছে টলিউড অভিনেতা দেব ( Dev ), রুক্মিণী মৈত্র ( Rukmini Maitra ) এবং অভিনেত্রী মনামী ঘোষ’কে।

অপরদিকে এই শোয়ের মঞ্চে মেন্টরের ভূমিকায় দেখা গিয়েছে জনপ্রিয় টেলি অভিনেত্রী তৃণা সাহা, দীপান্বিতা রক্ষিত এবং অভিনেতা অভিষেক বোস’কে। দর্শক মহলের বিনোদনের সার্থে সম্প্রচারিত এই রিয়ালিটি শো প্রতিনিয়তই নিত্য নতুন চমক দিয়ে দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করে চলেছে। যা এদিনও এক ঝলক নজরে এল। সম্প্রতি এই রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন থ্রি’ প্রকাশ করল তাঁর নতুন প্রোমো। যেখানে দেখা গিয়েছে দর্শকদের জন্য একাধিক চমক নিয়ে টেলিভিশনের পর্দায় আসতে চলেছে এই ডান্স রিয়ালিটি শো।  কিন্তু কী এমন রয়েছে সেই ভাইরাল ভিডিয়োতে?

27c52

নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়ো অনুযায়ী, এই ডান্স রিয়ালিটি শোয়ের মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন অভিনেতা তথা শোয়ের বিচারক দেব রুক্মিণী’র সঙ্গে জনপ্রিয় টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক এবং অভিনেতা যিশু সেনগুপ্ত। যাকে এক কথায় বলা চলে, ডান্স রিয়ালিটি শোয়ের মঞ্চে চাঁদের হাট। সূত্র অনুযায়ী, পুজো স্পেশাল এই পর্বটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে চলেছে আগামী ১লা অক্টোবর থেকে ২রা অক্টোবর অর্থাৎ, শনিবার এবং রবিবার। সম্পচারিত চ্যানেল কতৃপক্ষ দ্বারা প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে, পুজোর আমেজে নাচ গান এবং হুল্লোড়ে মতে উঠেছে সকল প্রতিযোগি এবং মঞ্চে উপস্থিত তারকারা।


বলে রাখা ভাল, খুব সম্প্রতি এই ডান্স রিয়ালিটি শোয়ের মঞ্চে বিচারকের আসনে দেখা গিয়েছিল বলিউড দিভা মৌনী রায়’কে। অভিনেতা তথা শোয়ের বিচারক দেবের সঙ্গে অভিনেত্রী মৌনী রায়ের নাচের মুহূর্ত নেটমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। এমনকী অভিনেত্রী রুক্মিণীর অঙ্গভঙ্গিমা নিয়ে জোর চর্চা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এইবার গানের তালে অভিনেত্রী কোয়েল মল্লিকের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল অভিনেতা দেব’কে। যার পর স্বাভাবিক ফের এক নতুন আলোচনার সূত্রপাত ঘটতে চলেছে তা বলাই যায়।




Back to top button