Soumitrisha: ক্রপ টপের সঙ্গে লাল শাড়ি, সাজের ধারা ভেঙে নারীবাদী নজির গড়লেন মিঠাইরানি, জানালেন পোশাকের দাম

জয়ীতা সাহা, কলকাতা: আর নয় দেরি, পুজো যে শুরু হয়ে গিয়েছে। অষ্টমীর রাতে কেমন সাজবেন? এখনও ঠিক করে উঠতে পারছেন না? চিন্তা কি আছে তো সেলিব্রিটিদের নতুন নতুন লুক। আর যদি চান মিঠাইয়ের লুক ফলো করতে, নানা মোদক বাড়ির বউ এর সাজ নয় আজকের যুগের ফ্যাশন, স্টাইলিস্ট সাজ তাও সাজতে পারেন। অবাক হচ্ছেন? মোদক বাড়ির বউ মিঠাই অনস্ক্রিন সাধারণ সাজে থাকলেও বাস্তবে মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু কিন্তু ভীষণ স্টাইলিস্ট। সাধারণ ঘরের বউ থেকে বৃন্দাবনের রাধা, খোলামেলা ট্রেন্ডিং পোশাক সবেতেই একের পর এক ফটোশ্যুটে তাক লাগিয়েছেন সকলের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা। এবার তাঁকে দেখা গেল লাল টুকটুকে শাড়িতে সঙ্গে ক্রপ টপ। জানেন কি এই শাড়ির দাম কত? আপনিও এমন সাজতে চাইলে কোথায় পাবেন এই শাড়ি? তাহলে আর দেরি কেন চলুন চটপট জেনে নিন।

পুজো মানেই প্রতিদিন নতুন নতুন লুকে নতুন ভাবে নিজেকে তুলে ধরা। আর এই পুজোর মরশুমে একের পর এক নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিচ্ছেন অভিনেত্রী সৌমিতৃষা। বাংলা ধারাবাহিকে খুব অল্প সময়ের নিজেকে সকলের প্রিয় করে তুলেছেন তিনি। তবে অনস্ক্রিন তিনি মিঠাই হিসেবে সকলের প্রিয় হলেও বাস্তবেও তিনি নতুন নতুন লুকে দর্শকদের নজর কাড়ছেন। এবার অভিনেত্রীকে ইন্দো-ওয়েস্টার্ন লুকে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী তাঁর নিজস্ব ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রায়শই নতুন নতুন ভিডিও, লুকে ছবি পোস্ট করে থাকেন। এবার অভিনেত্রীর সাজের মধ্যে রয়েছে একটি লাল রঙা শাড়ি সঙ্গে এক হাত কাটা কালো রঙা ক্রপ টপ। কোমরে ক্রপ টপের সঙ্গে ম্যাচিং কোলো বেল্ট। কানে সোনার ধুলি হাতে সোনার কঙ্গন সহ বালা। অন্যহাত খালি তবে দ’হাতেই আঙ্গুলছ রয়েছে বড় আংটি। অভিনেত্রীর চুলে বিনুনী, সঙ্গে চুলে গোলাপ ফুল গোঁজা। ঠোঁটে শাড়ির সঙ্গে ম্যাচিং লাপস্টিক।img 20220927 141848সৌমিতৃষার সুন্দর এই সাজের শাড়িটি ক্লোথিং লেবেল ‘সানভিজস’-এর কালেকশনের শাড়ি এটি। লাল রঙের এই সিল্ক শাড়িটির দাম ৮,৩০০ টাকা। যদি অষ্টমীর রাতে আপনিও মিঠাইয়ের এই সাজে সেজে উঠতে চান তবে এই শাড়ি আপনিও অর্ডার দিয়ে কিনতে পারেন। এই ধরনের শাড়িতে হামেশাই সেজে ওঠেন টলিপাড়ায় জনপ্রিয় অভিনেত্রীরা এবার এ তিলিকায় সৌমিতৃষার নামও যুক্ত হল। সৌমিতৃষার এই সুন্দর লুকটি তৈরি করেছেন স্টাইলিস্ট রুদ্র সাহা। রূপসজ্জার দায়িত্বে ছিলেন শাধবিকা দেব শর্মা এবং রোহিনী আইচ।




Back to top button