Mithai Serial Ending: পূজাতেও মনে বিষাদের ঘনঘটা! ‘মিঠাই’ থেকে ‘পিলু’, পুজোর পরই শেষ হবে এই তিন জনপ্রিয় ধারাবাহিক

পুজোর আর বাকি মাত্র কদিন। আর পুজোর মরশুমে সর্বত্র জুড়েই ছড়িয়ে পড়েছে খুশির আমেজ। দুর্গা পূজার আমেজ ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে ধারাবাহিক জগতেও। বিভিন্ন ধারাবাহিকে ইতিমধ্যেই পূজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মহালয়া, পূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান ধারাবাহিকে উদযাপন করা হচ্ছে। এমনও শোনা যাচ্ছে যে পূজার পরেই টিভি চ্যানেলগুলিতে সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক। তবে এটি যেমন একদিকে সুসংবাদ, তেমনি দুঃসংবাদও বটে।

 

টেলিভিশনে একটি ধারাবাহিকের সমাপ্তি এবং অপর এক ধারাবাহিকের শুরু কোনও নতুন ঘটনা নয়। স্বভাবগতভাবে কোনও ধারাবাহিক শুরু হলে তা শেষও হবে। তবে এই বছর টিভি চ্যানেলগুলির বহু ধারাবাহিক শুরুর কয়েক মাসের মাথাতেই শেষ হয়ে গিয়েছে। আর এই টিভি চ্যানেলগুলির মধ্যেই সবচেয়ে আগে আসে জি বাংলার নাম। বাঙালি দর্শকদের কাছে জি বাংলা একটি জনপ্রিয় চ্যানেল, আর এই চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিকগুলিও অত্যন্ত জনপ্রিয় দর্শকমহলে। তবে এবছর এই চ্যানেলের অনেক ধারাবাহিক শুরু হতে না হতেই সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। যা মন ভেঙ্গেছে দর্শকদের।

img 20220927 195848

ইতিমধ্যে ‘অপরাজিতা অপু’, ‘যমুনা ঢাকি’, ‘সর্বজয়া’, ‘কড়ি খেলা’, ‘উমা’ এই সকল ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। এই ধারাবাহিকগুলির বদলে এসেছে নতুন ধারাবাহিক। আর পুজোর পর নতুন ধারাবাহিকের আগমন মানেই পুরনো কোনও না কোনও ধারাবাহিকের সমাপ্তি। প্রসঙ্গত, এই সকল জনপ্রিয় ধারাবাহিকগুলির সম্প্রচার বন্ধ হওয়ার পিছনে যে কারণটি সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে, তা হল টিআরপি কমে যাওয়া। দেখা গিয়েছে, যখনই কোনও ধারাবাহিকের টিআরপি কমেছে, ঠিক তখনই বন্ধ হয়েছে সেসব ধারাবাহিক।

img 20220927 195654

পূজার পর নতুন ধারাবাহিক এলে কোন কোন ধারাবাহিক বন্ধ হয়ে যাবে তা নিয়ে চিন্তিত দর্শক মহল। আপাতত জানা গিয়েছে যে পূজার পর শেষ হতে চলেছে ‘পিহু’ ধারাবাহিকটি। তবে আর কোন কোন ধারাবাহিক শেষ হতে চলেছে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। যদিও ইন্ডাস্ট্রি জুড়ে কানাঘুষো শোনা যাচ্ছে যে বন্ধ হয়ে যাবে সকলের প্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। শুরু থেকে সবসময় শীর্ষস্থান অধিকার করে আসলেও গত কয়েক মাসে ‘মিঠাই’ ( Mithai Serial Ending ) ধারাবাহিকের টিআরপি একেবারেই পড়ে যায়। তাই অনেকেরই ধারণা, ঠিক এই কারণেই হয়তো বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিকটি।




Back to top button