Lata Mangeshkar: রাজ পরিবারে ছিল লতাজির মন, প্রেম বলতে মহারাজা রাজ সিংহ, চিরকাল কেটেছে অবিবাহিত

মন্টি শীল, কলকাতা: সচরাচর অনুরাগীদের মাঝে এই শিল্পী সংগীতের সরস্বতী নামে পরিচিত। তাঁর সম্পর্কে যতই বলা হোক না কেন তা যেন কম বলে মনে হবে। তবে বর্তমানে তিনি এই সঙ্গীতের জগৎ থেকে প্রস্থান করেছেন, পাড়ি দিয়েছেন নক্ষত্রের দেশে। আর আজ সেই প্রতিভাবান শিল্পীর জন্মবার্ষিকী। হ্যাঁ তিনি আর কেউ নন, প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar )। সূত্র অনুযায়ী, ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন শিল্পী লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar )। শোনা যায়, শৈশব থেকেই তিনি গানের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন, তাই খুব অল্প বয়স থাকতে সংগীতের সুরেলা জগতে প্রবেশ করেন তিনি।
জানা গিয়েছে, লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar ) তাঁর সমগ্র কেরিয়ারে ছয় হাজারেরও বেশি গান শ্রোতাদের উপহার দিয়েছেন। যেখানে হিন্দি ছাড়াও মজুদ রয়েছে বিভিন্ন ভাষার গান। তবে সংগীত শিল্পী লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar ) তাঁর কেরিয়ারের সঙ্গে সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে চর্চায় মেতে উঠেছেন তাঁর অনুরাগীরা। শোনা যায়, তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন, এমনকী এও শোনা গিয়েছে তিনি বিয়েও করেননি। যদিও এবিষয়ে আজও একাধিক প্রশ্ন জাগে অনুরাগীদের মনে। কিন্তু বিয়ে না করলেও এমন একজন ছিলেন যার প্রেমে একদা হাবুডুবু খেতে শুরু করেছিলেন এই শিল্পী।
বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ডুঙ্গাপুরের রাজপরিবারের মহারাজা রাজ সিংহকে ভীষণ পছন্দ করতেন লতা মঙ্গেশকর। এমনকী মহারাজা নিজেও তাঁকে খুব পছন্দ করতেন। যার কারণে একদা তাঁদের এই ঘনিষ্ঠতা ভালোবাসাতে পরিনতি পেতে শুরু করে। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী করলনা। কারণ আপনারা সকলেই জেনে থাকবেন, লতা মঙ্গেশকর খুব অল্প বয়সে সংসারের দায়ভার নিজের কাঁধে তুলে নেন। কারণ তাঁর যখন বয়স ছিল মাত্র তেরো বছর সেই সময় তাঁর বাবা দীননাথ মঙ্গেশকর প্রয়াত হন। আর সেই কারণে তাঁর আর বিয়ে করা হয়ে ওঠেনি।
অপরদিকে জানা গিয়েছে, লতা মঙ্গেশকরের মতো মহারাজা রাজ সিংহ সারাজীবন অবিবাহিত ছিলেন। রাজ সিংহ লতা মঙ্গেশকরের থেকে ছয় বছরের বড় ছিলেন এবং তিনি ভালবাসার টানে লতা মঙ্গেশকরকে মিতু বলে ডাকতেন। লতা মঙ্গেশকরের প্রতি তাঁর ভালবাসা এতটাই গভীর ছিল যে তিনি সর্বদা নিজের কাছে একটি টেপ রেকর্ডার রাখতে। যেখানে তিনি শুধুমাত্র লতা মঙ্গেশকরের নির্বাচিত গান রেকর্ড করে রাখতেন। আর এই তথ্য সামনে আসার পর অনুরাগী মহলে লতা মঙ্গেশকরকে কেন্দ্র করে ফের এক নতুন আলোচনার সূত্রপাত হতে চলেছে তা আর বলতে বাকি থাকে না। তবে একটা কথা না বললেই নয়, আজ আর হয়তো এই প্রতিভাবান শিল্পী সকলের মাঝে নেই। কিন্তু তাঁর গান, তাঁর সৃষ্টি সর্বদা ভক্তদের মাঝে চিরবসন্তের মতো বিরাজ করবে।